Wednesday, November 12, 2025

শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কিন্তু তিন দিন পরেও নিজেদের নম্বর জানতে পারেননি বহু পরীক্ষার্থী। অভিযোগ নামের পাশে শুধু লেখা রয়েছে ‘কনট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন’। অর্থাৎ নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

মহামারি আবহে রেজাল্ট ঘোষণার দিনই হাতে মার্কশিট পায়নি পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ৩১ জুলাই মার্কশিট পাবে পরীক্ষার্থীরা। এদিকে ওয়েবসাইটে এই ধরনের নির্দেশিকা দেখে স্পষ্টতই বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মনে। বর্তমান পরিস্থিতিতে স্কুলে গিয়ে খোঁজ নেওয়ার উপায় নেই। কারণ বন্ধ রয়েছে স্কুল। ফলে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। দক্ষিণ কলকাতার একটি স্কুলের কয়েক জন পড়ুয়ার অভিযোগ, শনিবার ওয়েবসাইটে নম্বর দেখতে গিয়ে তারা দেখে, নম্বরের জায়গায় কিছু নেই।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বলেন, ‘‘অনলাইনে যাদের নামের পাশে নম্বর না-দিয়ে শুধু ‘কনট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন’ লেখা হয়েছে, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। সরাসরি ওয়েবসাইটে অনুত্তীর্ণ হওয়ার খবর দেখলে বিরূপ প্রক্রিয়া হতে পারে ছাত্র-ছাত্রীদের। তাই স্কুল এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ছাত্র-ছাত্রীদের মার্কশিটে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে। এবছর মার্কশিট দিতে বেশ কিছুদিন সময় লাগছে। সেই কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version