Saturday, November 15, 2025

এবার বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার সাকিবের ঘরে করোনার হানা

Date:

মারণ ভাইরাস করোনার গ্রাস থেকে কার্যত মুক্তি নেই কারও।

এবার করোনার হানা বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল-হাসানের বাড়িতে। জানা গিয়েছে, এই তারকা ক্রিকেটারের বাবা মাশরুর রেজা কুটিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার মাশরুর রেজাসহ মাগুরার আরও ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা।

বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হন। এরপর তাঁর ভাই এবং স্ত্রীও করোনা আক্রান্ত হন। সর্বশেষ রিপোর্টে মাশরাফির রিপোর্ট নেগেটিভ এলেও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। তিনিও এখন করোনামুক্ত।

তামিম ইকবালের মা এবং ভাই, প্রাক্তন ওপেনার নাফিস ইকবাল-সহ পরিবারের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। তারাও এখন করোনামুক্ত। এবার করোনা আক্রান্ত হলেন সাকিবের বাবা।

জানা গিয়েছে, সাকিব আল হাসান এখন নিউইয়র্কে স্ত্রী-কন্যার সঙ্গে। তাঁর বাবা মাশরুর রেজা কুটিল সাংবাদিকদের বলেন, “বুধবার থেকে আমার শরীরে জ্বর, সর্দি-সহ কিছু উপসর্গ দেখা দেয়। শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিই। রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আমি এখন সুস্থ আছি। চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাসের অধীনে বাড়িতে থেকে আমি চিকিৎসা করছি”।

মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা বলেন, সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা-সহ ৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version