Sunday, August 24, 2025

“সেদিন রাজনৈতিকভাবে ওনার জন্ম হয়নি”, একুশে জুলাই প্রসঙ্গে দিলীপকে কটাক্ষ ববির

Date:

আজ একুশ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শহিদ স্মরণে ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ।এদিন তিনি জানিয়েছেন, করোনা আবহে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল সভার আয়োজন করেছেন।

কারণ, এই সময় অতিরিক্ত জনসমাগম করা হলে তার থেকে সংক্রমণ ছড়ানোর দ্রুত সম্ভাবনা রয়েছে। তাই মানুষের জীবনের জন্য এই কাজ করা হয়েছে। এর পাশাপাশি এদিন তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নেন। তিনি জানিয়েছেন, যখন একুশে জুলাই-এর ঘটনা হয়েছিল তখন রাজনৈতিক ভাবে দিলীপ ঘোষের জন্ম হয়নি। তাই তার পক্ষে এই একুশে জুলাই-এর প্রেক্ষাপট জানা সম্ভব নয়। ওই সময় যে সমস্ত যোদ্ধারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর আজকের দিনে এই একুশে জুলাই পালন করা হয়।

সেদিনের অভিশপ্ত স্মৃতি তুলে ধরে ফিরহাদ হাকিম জানান, ১৯৯৩ সালে ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন তিনি নিজেও। তবে ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছিলেন। এই সমস্ত জিনিস দিলীপ ঘোষের কখনও মনে আসবে না বলে জানিয়েছেন তিনি। বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের যে লড়াই তা চিরস্মরণীয় বলেই তিনি জানিয়েছেন।

সেইসঙ্গে ফিরহাদ বলেন, প্রতি বছর এই দিনে তৃণমূল সুপ্রিমো জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকেন। আজ তিনি বার্তা দেবেন এবং তার দিকে তাকিয়ে রয়েছেন দল-সহ রাজ্যবাসী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version