ফিডিং বোতলে দুধ খাচ্ছে শিশু গণ্ডার ! ভাইরাল ছবি

বন্যার জলে ভেসে গিয়েছে মা। আশ্রয় তলিয়ে গিয়েছে জলে। অসহায় গণ্ডার শিশুটিকে উদ্ধার করেন বনকর্মীরা। শিশুটিকে ফিডিং বোতলে করে দুধ খাওয়ান তাঁরা। এরপরই ভাইরাল হয়ে যায় এই দৃশ্য। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়ে ওঠে ভিডিওটি ।

বানভাসি অসম ক্ষতিগ্রস্ত একাধিক মানুষ। চাষের জমি, ঘর-বাড়ি এবং কাজিরাঙা জাতীয় উদ্যান জলের তলায় তলিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। প্রাণ হারিয়েছে বহু গণ্ডার এবং অন্যান্য পশু । চলছে উদ্ধার কাজ । আর এই উদ্ধারকাজের সময়ে বনকর্মীরা একটি গণ্ডার শিশুকে উদ্ধার করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে আশ্রয় হারিয়ে জাতীয় সড়কে উঠে আসে একটি গণ্ডার। অচেতন অবস্থায় জাতীয় সড়ক থেকে গণ্ডারটিকে উদ্ধার করা হয়।

Previous articleকলকাতার তৃণমূল যুব’র দায়িত্বে বাপ্পাদিত্য ও অনিন্দ্য
Next articleউত্তর কলকাতার তৃণমূল সভাপতি কে ? জেলাজুড়ে জল্পনা