Tuesday, November 11, 2025

আইনি জটিলতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই চরম বিপদে। বোর্ডের তিন কর্তার মেয়াদ নিয়ে রাতের ঘুম ছুটেছে সদস্যদের। আর এক্ষেত্রে লোধা কমিটির গাইড লাইনই হচ্ছে আসল ভিলেন। ফলে নিয়মের ফস্কা গেরোয় আগামী কয়েক দিনে অনেক।কিছু ঘটে যেতে পারে। আর তার ফাঁক দিয়ে নতুন বোর্ড সভাপতি চলে এলে আইনত কিছু বলার থাকবে না।

কেন?

লোধা কমিটির গাইড লাইন অনুযায়ী বোর্ডের কোনও কর্তাই টানা ৬বছরের বেশি পদে থাকতে পারবেন না! ৬ বছর শেষ হলে ৩ বছর ‘কম্পালসারি কুলিং অফ পিরিয়ড’-এ যেতে হবে। রাজ্য এবং বোর্ড সব মিলিয়েই এই নিয়ম। এই নিয়ম অনুযায়ী বোর্ড সচিব জয় শাহর মেয়াদ মে মাসেই শেষ হয়ে গিয়েছে। যুগ্ম সচিব জয়েশ জর্জের মেয়াদ শেষ হবে ২৩ সেপ্টেম্বর। আর যার দিকে সমস্ত ক্রিকেটপ্রেমীদের নজর বোর্ড প্রেসিডেন্ট সৌরভের মেয়াদ শেষ হচ্ছে রবিবার, ২৬ জুলাই। তাহলে বোর্ডের ভবিষ্যৎ কী হবে। ইতিমধ্যে বোর্ড সৌরভ-জয়ের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলা গ্রহণ করা হলেও শুনানি হবে অগাস্টের প্রথম সপ্তাহে। তাহলে মাঝের এই সময়ে সৌরভের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। জয়ের তো শেষ হয়েই গিয়েছে। এর মাঝে কেউ যদি নতুন বোর্ড প্রেসিডেন্ট ও সচিবের দাবি জানান, তাহলে নিয়ম মেনে তা তো অস্বীকার করা যাবে না। সুপ্রিম কোর্ট মামলার শুনানি শুনতে চাইলেও অন্তর্বর্তী কোনও নির্দেশও দেয়নি। তাহলে? ভারতীয় বোর্ড এমন শনির দশায় কোনওদিন পড়েনি। শুনানির আগে যদি নতুন প্রেসিডেন্ট ও সচিবের দাবি জানানো হয়, তাহলে কী করবে বোর্ড?

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version