Wednesday, May 14, 2025

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কিছুটা ভার্চুয়াল, করতে হবে আত্মনির্ভর ভারতের প্রচার!

Date:

২০২০-র ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভার্চুয়াল হবে। কোভিড বিধি মেনে চলতে হবে, এবং স্বাস্থ্যকর্মীদের সংবর্ধিত করা হবে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে নিম্নলিখিত নিয়ম মেনেই স্বাধীনতা দিবস পালন করতে হবে।

১. (ক) লালকেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেবে সেনাবাহিনী এবং দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তিরঙা বেলুন উড়বে, তোলা হবে জাতীয় পতাকা, গাওয়া হবে জাতীয় সংগীত, দেওয়া হবে ২১টি গান স্যালুট।
(খ) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতিকে সংবর্ধিত করা হবে।

২. (ক) রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সকাল ন’টায় রাজ্যের রাজধানীতে পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী। গাওয়া হবে জাতীয় সংগীত। গার্ড অফ অনার দেবে পুলিশ, প্যারামিলিটারি, হোম গার্ড, এনসিসি, স্কাউট। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর গাওয়া হবে জাতীয় সংগীত।
(খ) মহামারির কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভিড় এড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে।
(গ) ফ্রন্ট ওয়ারিয়র স্বাস্থ্যকর্মীদের সংবর্ধিত করা হবে।
(ঘ) জেলা সাব ডিভিশন ব্লক পঞ্চায়েত এলাকাতেও একই পদ্ধতি মানতে হবে।

৩. রাজ্যের রাজধানী, জেলা, ব্লক এবং পঞ্চায়েতে যাতে জাতীয় পতাকা উত্তোলন হয়, তা নিশ্চিত করতে হবে।

৪. রাজ্যের রাজভবনে রাজ্যপাল কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের রাজনিবাসে লেফটেন্যান্ট গভর্নর স্বাধীনতা দিবস পালন করবেন।

৫. পুলিশ বা মিলিটারি ব্যান্ডের অনুষ্ঠান কোনও ঐতিহাসিক স্থানে করাই ভালো এবং সেগুলির রেকর্ডেড ভার্সন সোশ্যাল মিডিয়াতে দেখানো যেতে পারে।

৬. এছাড়াও স্বাধীনতা দিবসের যে যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠান করা যেতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে।

৭. আত্মনির্ভর ভারতের বার্তা মানুষের মধ্যে প্রচার করতে হবে।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version