শেষ মুহূর্তে নতুন চমক। রাজস্থানে কংগ্রেস বনাম কংগ্রেস আইনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হল শুক্রবার সকালে। আজ সকাল সাড়ে দশটায় মামলার রায় ঘোষণার কথা ছিল রাজস্থান হাইকোর্টে। একদম শেষ মুহূর্তে পাইলট শিবিরের পক্ষ থেকে জানানো হয়, দলত্যাগ বিরোধী আইন নিয়ে অবস্থান জানতে কেন্দ্রীয় সরকারকেও এই মামলার তৃতীয় পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। পাইলট শিবিরের শেষ মুহূর্তের এই আর্জি গ্রহণ করেছে হাইকোর্ট। ফলে মূল মামলার রায় প্রকাশ বিলম্বিত হওয়ার সম্ভাবনা। এই ঘটনায় ক্ষুব্ধ গেহলট শিবিরের বক্তব্য, এই সবই হল সময় কেনার কৌশল, যাতে সরকারে অস্থিরতা জিইয়ে রেখে বিধায়ক ভাঙানো যায়।
