Friday, August 22, 2025

৪০ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধায়-সম্মানে উত্তম স্মরণ টালিগঞ্জে

Date:

আজ, ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪০তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে তাঁকে শ্রদ্ধায়-স্মরণে সম্মান জানিয়ে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করলেন বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী-সহ আরও বিশিষ্ট মানুষজন।

এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছর এই দিনে মহানায়কের মৃত্যুবার্ষিকী একটু ভালো করে পালন করা হয়। কিন্তু এ বছর এই কঠিন পরিস্থিতির মধ্যে তা ঠিকভাবে পালন করা সম্ভব হলো না। তবে সমস্তরকম সামাজিক দূরত্ববিধি মেনে এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, “আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন উত্তম কুমার”। ৪০ তম মৃত্যুবার্ষিকী তাঁকে শ্রদ্ধায় স্মরণ করতে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন, “এই ২৪ শে জুলাই বাংলার সাংস্কৃতিক জগতে শোকের দিন। কারণ, এই দিনে ৪০ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকে আমাদের ছেড়ে চলে গেলেন অমলা শঙ্কর। আজ সকালেই তিনি প্রয়াত হয়েছেন”।

পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক নিয়ম বিধি মেনেই আজ টালিগঞ্জ-এ মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতি বছর এই দিনে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু এ বছর তা সম্ভব হলো না। তবে রাজ চক্রবর্তী মনে করছেন, আগামী ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। এছাড়াও আর্টিস্ট ফোরাম থেকেও উপস্থিত ছিলেন অনেকেই। তাঁরাও এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version