Friday, May 16, 2025

আজ, ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪০তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে তাঁকে শ্রদ্ধায়-স্মরণে সম্মান জানিয়ে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করলেন বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী-সহ আরও বিশিষ্ট মানুষজন।

এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছর এই দিনে মহানায়কের মৃত্যুবার্ষিকী একটু ভালো করে পালন করা হয়। কিন্তু এ বছর এই কঠিন পরিস্থিতির মধ্যে তা ঠিকভাবে পালন করা সম্ভব হলো না। তবে সমস্তরকম সামাজিক দূরত্ববিধি মেনে এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, “আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন উত্তম কুমার”। ৪০ তম মৃত্যুবার্ষিকী তাঁকে শ্রদ্ধায় স্মরণ করতে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন, “এই ২৪ শে জুলাই বাংলার সাংস্কৃতিক জগতে শোকের দিন। কারণ, এই দিনে ৪০ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকে আমাদের ছেড়ে চলে গেলেন অমলা শঙ্কর। আজ সকালেই তিনি প্রয়াত হয়েছেন”।

পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক নিয়ম বিধি মেনেই আজ টালিগঞ্জ-এ মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতি বছর এই দিনে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু এ বছর তা সম্ভব হলো না। তবে রাজ চক্রবর্তী মনে করছেন, আগামী ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। এছাড়াও আর্টিস্ট ফোরাম থেকেও উপস্থিত ছিলেন অনেকেই। তাঁরাও এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version