Saturday, November 8, 2025

ফিরে গেল অ্যাম্বুল্যান্স, বাড়ির উঠোনেই কবর দিতে হল ভাইরাস আক্রান্তের মৃতদেহ!

Date:

বনগাঁ , শ্যামপুকুরের পর এবার কোলাঘাট।
ফের অমানবিক চিত্র দেখা গেল রাজ্যে! খবর দেওয়ার পরেও অ্যাম্বুল্যান্স এল দেরিতে। বাড়িতেই মৃত্যু হল ভাইরাস আক্রান্ত রোগীর। কোনও রকম সাহায্য না করেই ফিরে গেল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃতদেহ কবর দেওয়া হল বাড়ির উঠোনে! এমনই অভিযোগ কোলাঘাটের এক পরিবারের।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত সপ্তাহের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন কোলাঘাটের এক বৃদ্ধ। নাম সনাতন প্রধান। পরের দিনই তাঁকে ভাইরাস পরীক্ষা করার জন্যে নিয়ে যান তাঁর ছেলে। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধকে হাসপাতলে ভর্তি করতে বলেন চিকিৎসক। এরপরে বৃদ্ধের দুই ছেলে অ্যাম্বুল্যান্সে খবর দেন। অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সনাতনবাবুর অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অভিযোগ, স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স যখন তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছয় তখনই তাঁর মৃত্যু হয়। ফলে অ্যাম্বুল্যান্সের চালক জানান, তাঁরা মৃত ব্যক্তির দেহ বহনে অপারগ, এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের জন্যে হাপিত্যেশ করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন মৃত সনাতন প্রধানের বাড়ির লোকজন। অনেকক্ষণ পর সরকারি দফতরের কয়েকজন সেখানে এসে দুটি পিপিই কিট মৃতের দুই ছেলের উদ্দেশে ছুঁড়ে দিয়ে বলেন কিট পরে তাঁর বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে। কোনও উপায় না পেয়ে তাঁর দুই ছেলে বাড়ির উঠোনেই কবর দেন বৃদ্ধের মৃতদেহ।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version