Sunday, November 9, 2025

সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার? রাজস্থান ইস্যুতে দ্বিধাবিভক্ত কংগ্রেস

Date:

রাজস্থান সংকট নিয়ে হাইকোর্টে মামলা চলাকালীন তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মতভেদ ছিল কংগ্রেসের আইনজীবীদের মধ্যেই। স্পিকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কপিল সিব্বল। কিন্তু তাতে আপত্তি ছিল অভিষেক মনু সিংভির। হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে না চাওয়ায় মুখ পুড়েছে কংগ্রেসের। অন্যদিকে রাজস্থান হাইকোর্টের নির্দেশ স্বস্তি দিয়েছে বিক্ষুব্ধ শচিন পাইলট শিবিরকে। ফলে এখন আইনি লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে কংগ্রেসের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। দলীয় সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করতে পারেন রাজস্থানের স্পিকার সিপি যোশী।

বস্তুত, সাংবাধানিক না রাজনৈতিক কোন পথে রাজস্থান সংকটে এগনো হবে, এই টানাপোড়েনে দ্বিধাবিভক্ত প্রদেশ কংগ্রেস। দলের এক পক্ষ চাইছে, সুপ্রিম কোর্ট থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে রাজনৈতিকভাবে সংকটের মোকাবিলা করুক কংগ্রেস। অন্য একটি অংশের দাবি, আদালতেই নিষ্পত্তি হোক রাজস্থান সংকটের। এরই মধ্যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরোধী শিবিরকে বড়সড় স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এখনই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছে হাইকোর্ট। অন্যদিকে হাইকোর্টকে আইনসভার অভ্যন্তরীণ বিষয় থেকে বাইরে রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ অধ্যক্ষ সিপি যোশী। সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা। অন্যদিকে বিধানসভার অধিবেশন ডেকে সরকারের শক্তি প্রদর্শন করতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যদিও রাজ্যপাল কলরাজ মিশ্র এখনই বিধানসভার অধিবেশন ডাকতে রাজি নন। এই পরিস্থিতিতে কংগ্রেস শিবিরের অধিকাংশের দাবি, সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়ে রাজস্থানে নির্বাচিত সরকার ফেলার চক্রান্ত হচ্ছে বলে রাজনৈতিক প্রচার শুরু করুক কংগ্রেস।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version