Friday, November 7, 2025

স্বাধীনতা দিবসে ‘চা-চক্র’ হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

Date:

মহামারির কোপ পড়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সময় কাটছাঁট করা হয়েছে। কিন্তু রাজভবনের ‘চা-চক্র’ বন্ধ হচ্ছে না। স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধাদের সম্মানিত করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল।

গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে যে অনুষ্ঠান হচ্ছে চলতি বছর তা করা সম্ভব নয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো দর্শক বা অতিথিদের ডাকা হবে না। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় প্রতিবছর রাজভবনে চা-চক্রের অনুষ্ঠান হয়ে থাকে। এদিকে চা চক্রের অনুষ্ঠান কীভাবে হবে তার পূর্ণ সিদ্ধান্ত রাজ্যপালদের নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। চলতি বছর সে অনুষ্ঠান বাতিল হোক তা চান না রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, ১৫ অগস্টের চা-চক্র তিনি বন্ধ রাখতে চান না রাজ্যপাল। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তিনি তা জানিয়েছেন। বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই চা-চক্রের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী সহ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে ওঠা এমন বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য প্রশাসনের কোনও প্রতিনিধিকে রাজভবনে পাঠানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version