Saturday, November 15, 2025

ছি:-লজ্জা! ৬ ঘন্টা মাটিতে পরে থেকে মৃত্যু বৃদ্ধার, অমানবিক কলকাতার কথা জানলে শিউরে উঠবেন

Date:

ফের অমানবিকতার ছবি দেখল কলকাতা। এ লজ্জা আমার- আপনার- সবার। আমরা যারা নিজেকে শিক্ষিত বলে বড়াই করি, তারা যে এমন নির্মম আচরণ করতে পারেন তার দৃষ্টান্ত হয়ে থাকল কলকাতা। শ্যামপুকুরে 6 ঘন্টা যন্ত্রণায় মাটিতে পড়ে গোঙালেন এক বৃদ্ধা। অথচ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না কেউই। না ।এগিয়ে আসেনি তার পরিজনরা, এগিয়ে আসেননি প্রতিবেশীরাও। দু’একজন যারা এসেছিলেন তাদের যতটা না ছিল দায়িত্ববোধ, তার থেকে অনেক বেশি ছিল কৌতূহল। জানলা দিয়ে উঁকি মেরে দায় সেরেছেন তারা।
খবর পেয়ে এলেন না চিকিৎসকও, এমন দাবি পরিবারের। সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত কেউ বৃদ্ধাকে তুললেন না। প্রায় ৬ ঘন্টা পর খবর পেয়ে শেষে উত্তর কলকাতার শ্যামপুকুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটল শ্যামপুকুরের বৃন্দাবন পাল লেনে।
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার নাম ছায়া চট্টোপাধ্যায় (৭০)। বৃন্দাবন পাল লেনের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর স্বামী অনুপ চট্টোপাধ্যায় আগেই মারা গিয়েছেন। পাশের ঘরেই তাঁর দেওর পরিবার নিয়ে থাকেন। কয়েকদিন আগে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পান। সেখান থেকে তাঁর পায়ে ঘা হয়ে যায়। তার ফলে অসুস্থ হয়ে পড়ে ছিলেন বৃদ্ধা।
পুলিশের সূত্র জানিয়েছে, বউদির সঙ্গে দেওরের পরিবারের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। তাই পাশের ঘরে পরিজন থাকা সত্ত্বেও একাকী ছিলেন তিনি। সকাল সাড়ে নটা নাগাদ তাঁর অবস্থা দেখেও দেওর নিজে গিয়ে বউদিকে ছোঁননি। একে একে কয়েকজন প্রতিবেশী আসেন। ঘরের বাইরে থেকে উঁকি মেরে দেখে চলে যান। জানা গিয়েছে, তখনও বৃদ্ধা বেঁচে ছিলেন। কিন্তু করোনার আতঙ্কে কেউ তাঁকে তোলার সাহসটুকু দেখাননি।
পুলিশের দাবি, ওই অবস্থায় যদি বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া অথবা পুলিশকে খবর দেওয়াও হত, তাহলে বৃদ্ধা হয়তো প্রাণে বেঁচে যেতেন। কিন্তু এভাবে সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত পড়ে ছিলেন বৃদ্ধা। এতটাই মর্মান্তিক যে তাঁর মুখে সামান্য জল দেওয়ার জন্যও কেউ এগিয়ে আসেননি।
পুলিশ বা পুরসভাকে তা জানাননি কেন, সেই উত্তর দিতে পারেননি পরিজন অথবা অন্য প্রতিবেশীরাও।
পুলিশ যখন তাকে উদ্ধার করে ততক্ষণে সমস্ত ঘৃণা, লজ্জা, অমানবিকতা, নিষ্ঠুরতাকে বিদায় জানিয়ে ইহলোক ত্যাগ করেছেন তিনি। সঙ্গে রেখে গিয়েছেন একরাশ প্রশ্ন। এ কোন পথে এগোচ্ছে সমাজ? এ কোন আলেয়ার দিকে দৌড়াচ্ছি আমরা । ধিক শত ধিক ।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version