Thursday, August 28, 2025

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্টের মেয়াদ। সিএবি ও বিসিসিআই প্রশাসক হিসেবে একটানা ৬ বছরের মেয়াদ পূর্ণ হলো সৌরভের। এবার বাধ্যতামূলক “কুলিং অফ পিরিয়ড”-এ যেতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। আর এই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। অগাস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা আছে। ততদিন পর্যন্ত অবশ্য প্রশাসক হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন সৌরভ।

শীর্ষ আদালতের রায় কী হবে জানা নেই। তবে এরই মধ্যে সৌরভকে একজন দক্ষ প্রশাসক তকমা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটমহল তাঁকে পরবর্তী আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছে। তবে আরেক প্রাক্তন ভারত অধিনায়ক তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সুনীল গাভাসকর মনে করছেন, এখনই সৌরভের আইসিসির পথে পা বাড়ানোই উচিত। সানি চাইছেন, আরও কয়েক বছর
বিসিসিআই প্রেসিডেন্ট পদেই বহাল থাকুন সৌরভ। তাঁর দাবি, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের প্রশাসক হিসেবে সৌরভের মতোই একজন ব্যক্তিত্বকে প্রয়োজন।

এক্ষেত্রে কিংবদন্তি গাভাসকর তাঁর যুক্তি হিসেবে একটা সময়সীমা উল্লেখ করেছেন। সানির কথায়, অন্ততপক্ষে আগামী ২০২৩ আইসিসি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে থাকুন সৌরভ। ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই।

বিসিসিআই প্রেসিডেন্ট ও সৌরভ প্রসঙ্গে সানি বলেন, “আমি প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর টিমকে ভারতে অনুষ্ঠিত ২০২৩ আইসিসি বিশ্বকাপের শেষ পর্যন্ত বোর্ডের ক্ষমতায় দেখতে চাইব। জাতীয় দলের অধিনায়ক হয়ে যেভাবে একটা অন্ধকারের মধ্যে থেকে ভারতীয় ক্রিকেটে আলোর দিশা দেখিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে বিশ্বাস ফিরিয়েছিল সৌরভ, ঠিক একইভাবে বোর্ড সভাপতি হিসেবে সে ও তার টিম বিসিসিআইয়ের প্রশাসনকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করি। তবে দেখা যাক আদালত কী রায় দেয়”।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version