Thursday, August 21, 2025

ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না, রাজ্যপালকে শিক্ষামন্ত্রী

Date:

রাজ্যপালের মন্তব্যের পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের স্বার্থই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রবিবার টুইট করে এ কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই টুইটের জবাব দেন শিক্ষামন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না।

নিজের টুইটার হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, “ধন্যবাদ মহামান্য রাজ্যপাল মহোদয়। আমার মনে হয় পুরনো কাসুন্দি ঘাটছেন কেন? ইউজিসি তো নিজেই ৬ তারিখের বিবৃতি বাতিল করতে পারত। কোর্টের অপেক্ষা কেন? রাজ্যের সার্বিক কল্যাণে মন দিন। বাংলার ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে ইউজিসি সাড়া দিক।”

রাজ্যপাল টুইটারে লিখেছিলেন, ” ছাত্র-ছাত্রীদের স্বার্থই সর্বোচ্চ। আপনাদের উদ্বেগ সারাক্ষণ মাথায় আছে। ইউজিসি – র চেয়ারম্যান জানিয়েছেন সোমবার সুপ্রিম কোর্ট, ৩০ জুলাই দিল্লি হাইকোর্ট এবং ৩১ জুলাই বোম্বে হাইকোর্টে মামলা উঠবে। উপাচার্যদের ঢাল হিসাবে না দাঁড়িয়ে এদিকে দৃষ্টি দিন। উপাচার্যদের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে।”

প্রসঙ্গত, ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক। এই পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার কথাও বলেছে ইউজিসি। মহামারি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এহেন নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। কিন্তু তার কোনও উত্তর মেলেনি বলে রাজ্য সরকার সূত্রে খবর। ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়াদের একাংশ।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version