স্কুল-কলেজ আপাতত ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকবে। মঙ্গলবার নবান্ন থেকে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, যদি অগাস্টের শেষে সংক্রমণ কমে আসে তাহলে ৫ সেপ্টেম্বরকে টার্গেট করে আমরা এগোব। শিক্ষক দিবস অর্থাৎ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন থেকে চেষ্টা করবো ‘অল্টারনেটিভ ডে’ করে ক্লাস শুরু করার। সব রকম দূরত্ব এবং করোনাবিধি মেনেই। কিন্তু করোনা এখন হাই পিকে রয়েছে। অগাস্টের শেষদিকে কমে এলে তখন এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। নইলে নতুন করে ভাবতে হবে। তবে অগাস্টের শেষে এ নিয়ে সরকার জানিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান।
