চলন্ত অটো থেকে রাস্তায় ছিটকে পড়ে যুবকের মৃত্যু

0
2

হাবড়ার ফুলতলা এলাকায় একটি রেডিমেড পোশাক তৈরির কারখানায় জিনিস দিয়ে ভাড়া করা অটোয় বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রাত নাগাদ ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের কাছে যশোর রোডে। অটোতে থাকা প্রত্যক্ষদর্শী বন্ধু জানান, থুথু ফেলতে গিয়ে বাম্পারে অটোর ঝাকুনিতে পড়ে যান বছর সাতাশের যুবক রাজু পাল। দত্তপুকুরের চালতাবেড়িয়া শিবমন্দির পল্লি এলাকায় তাঁর বাড়ি। বন্ধুরাই তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যুবকের মাথায় গুরুতর চোট লাগার ফলেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ বন্ধুরা।