Thursday, May 15, 2025

রাজ্যের সুপারিশকে অগ্রাহ্য করে প্রকাশ শিক্ষানীতির, ক্ষুব্ধ শিক্ষাবিদ থেকে উপাচার্য

Date:

৩৪ বছর নতুন জাতীয় শিক্ষানীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই শিক্ষানীতি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শিক্ষাবিদ থেকে উপাচার্য সরব হয়েছেন এই শিক্ষানীতির বিরুদ্ধে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্রের প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে রাজ্যের মতামত জানতে চাওয়া হয়েছিল।
স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা নিয়ে অধ্যাপক সংগঠন এবং স্কুল স্তরে বিভিন্ন শিক্ষক সংগঠনে, শিক্ষাবিদ এবং উপাচার্যদের মতামত নেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী রাজ্যের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ দেওয়া হয় কেন্দ্রকে।

রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন ” রাজ্য বেশ কিছু সুপারিশ দিয়েছিল। কিন্তু কেন্দ্রকে শিক্ষানীতি তৈরি করেছে তাতে রাজ্যের সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়নি। নতুন শিক্ষানীতিতে মাধ্যমিক গুরুত্বহীন হয়ে যাচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরিকাঠামো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আমাদের রাজ্যে বহু স্কুল মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে। কেন্দ্রের জারি করা শিক্ষানীতি অনুযায়ী এখন সেই স্কুল গুলিকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করতে হবে। তার জন্য দরকার বিপুল পরিমাণ টাকা। এই মুহূর্তে টাকা জোগাড় করা কার্যত অসম্ভব।”

নতুন শিক্ষানীতি প্রসঙ্গে মুখ খোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, ” উচ্চ শিক্ষা সম্পর্কে শিক্ষানীতিতে বলা হয়েছে, তাতে ধোঁয়াশা থেকে যাচ্ছে। নতুন শিক্ষানীতি অনুযায়ী স্নাতক কোর্স তিন বছর অথবা চার বছর হতে পারে। এক একটি বিশ্ববিদ্যালয় যদি এক এক ধরনের নিয়ম চালু করে তাহলে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। রাজ্যের প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়নি এই শিক্ষানীতিতে।

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...
Exit mobile version