অবশেষে নবম শতকের নটেশ শিবমূর্তি লন্ডন থেকে পুরাতত্ত্ব বিভাগের হাতে পৌঁছাল। ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের ঘটেশ্বর মন্দির থেকে মূর্তিটি চুরি হয়ে যায়।
এরপর ২০০৩ সালে পুরাতত্ত্ব বিভাগ গোপন সূত্রে জানতে পারে মূর্তিটিকে ব্রিটেনে পাচার করা হয়েছে। ব্রিটিশ সরকারকে বিষয়টি জানায় পুরাতত্ত্ব বিভাগ। ব্রিটিশ গোয়েন্দারা তল্লাশি চালিয়ে এক সংগ্রাহকের কথা জানতে পারেন। জানা গিয়েছে, ২০০৫ সালে লন্ডনে ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষের হাতে পাচার হওয়া শিবমূর্তি স্বেচ্ছায় তুলে দেন ওই সংগ্রাহক।
এর পরে কয়েক বছর ধরে লন্ডনেই ছিল নৃত্যরত শিবমূর্তিটি। ২০১৭ সালের অগস্ট মাসে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধিদল মূর্তিটি রাজস্থানের বরোলি গ্রামের ঘটেশ্বর মন্দির থেকে চুরি যাওয়া শিবমূর্তি হিসেবে শনাক্ত করে। এর পরে মূর্তিটি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এই শিবমূর্তি-সহ গত কয়েক বছরে বিদেশে পাচার হওয়া বহু দুর্মূল্য প্রত্ন সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে ১৭ শতকে ব্রোঞ্জের তৈরি নবনীতা কৃষ্ণের মূর্তি এবং দ্বিতীয় শতকে নির্মিত চুনাপাথরের তৈরি মন্দিরগাত্রের নকশাদার দেওয়ালচিত্র।