কলকাতার বুকে করোনার বলি ফের এক পুলিশ কর্মী। চিৎপুর থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় কলকাতা পুলিশের ৭ জনের মৃত্যু হলো। তিনি প্রায় সাতদিন আগে ভর্তি হয়েছিলেন বাঙ্গুর হাসপাতালে। গতকাল তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়। আজ, শুক্রবার তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে চিৎপুর থানা স্যানিটাইজেশন করা হবে বলে জানা গিয়েছে। এদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক এন সোলেমান নামে এক সিআইএসএফ জওয়ানের।