নবান্নে স্যানিটাইজেশন: রাজ্য মন্ত্রিসভার বৈঠক ৩-র বদলে ৬ অগাস্ট

ভাইরাস সংক্রমণ রুখতে সোমবার অর্থাৎ ৩রা অগাস্ট এবং ৪ঠা অগাস্ট নবান্ন সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে। যার ফলে রাজ্য সরকারের প্রধান কার্যালয় বন্ধ থাকবে। এরপর বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন এরফলে পরপর তিনদিন বন্ধ থাকছে নবান্ন।এর জেরে ৩ অগাস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠক ৬ তারিখ হল বলে জানানো হয়েছে।

শনিবার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন, ভাইরাসের জেরে ইতিমধ্যেই নবান্নকে মোট ১৫ বার স্যানিটাইজ করা হয়েছে। ১৫ জনের ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। ফের আগামী সোম ও মঙ্গলবার সম্পূর্ণরূপে স্যানিটাইজেশন করা হবে বলে জানানো হয়েছে। ফলে আগামী সপ্তাহে মাত্র ২ দিন সরকারি কর্মচারী ও আধিকারিকরা কাজে যোগ দেবেন এবং অন্যদিন তাঁরা বাড়িতে থেকেই কাজ করবেন বলে তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন।

Previous articleআজ থেকে যা যা পাল্টে গেল
Next article“আপনার জীবনে সাফল্য আসুক!” অম্ল-মধুর সম্পর্কের মধ্যেই দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা বাবুলের