Tuesday, November 18, 2025

অমিত শাহ তাঁকে ডাকেননি, জল্পনা উস্কে দিল্লি গেলেন না মুকুল!

Date:

বিজেপিতে তাঁর বর্তমান অবস্থান নিয়ে মাঝে কয়েকটি দিন রাজ্য রাজনীতিতে একটু নীরবতা চললেও ফের জল্পনার কেন্দ্রবিন্দুতে মুকুল রায়। নতুন করে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে তাঁর রাজনৈতিক কার্যকলাপ নিয়ে।

বিতর্কে জল ঢালতে চোখের সমস্যার কারণ তুলে ধরে দিল্লি থেকে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝপথেই শহরে ফিরেছিলেন মুকুল। জল্পনায় ইতি টানতে সল্টলেকের বাসভবনে মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমেরও। কিন্তু গুঞ্জন থামলো কই?

কথা ছিল, শুক্রবার দুপুরের মধ্যে দিল্লি পৌঁছে অমিত শাহের সঙ্গে দেখা করবেন মুকুল। কিন্তু শুক্রবার পেরিয়ে শনিবার চলে এলেও শহর ছাড়েননি মুকুল রায়। রবিবারও কলকাতায় থাকবেন। শোনা যাচ্ছে, সোমবার দিল্লি যাবেন তিনি। তবে অমিত শাহ বা অন্য কোনও বিজেপি নেতার সঙ্গে তাঁর কোনও বৈঠকের কর্মসূচি নেই। একান্ত ব্যক্তিগত সফরেই আগামী সপ্তাহের শুরুতে রাজধানী শহরে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। যেটা বছরভর মাঝে মধ্যেই করে থাকেন। আর যেখানে অমিত শাহর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ, মুকুলকে শাহ ফোনও করেননি, দিল্লিতে ডাকেনওনি বলে জানা যাচ্ছে। শুধু অমিত শাহ কেন, জেপি নড্ডার কোনও ফোনও মুকুলের কাছে আসেনি বলে খবর।

ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন জল্পনা, তাহলে কি
বিজেপির থেকে মুকুলের দূরত্ব তৈরির ইস্যু “গল্প”, “জল্পনা”, “গুঞ্জন”, “মিডিয়ার তৈরি” যাই হোক না কেন, সেটা নতুন করে চাগাড় দিতে চলেছে! তবে তাঁকে নিয়ে বিতর্ক দানা বাঁধলেই মুকুল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে থাকেন, “ছিলাম-আছি-থাকবো!”

শুধু মুকুল নয়, এই “ছিলাম-আছি-থাকবো!” তত্ত্ব বিগত কয়েক বছর ধরেই রাজ্য রাজনীতিতে বহু চর্চিত। হাস্যকরও বটে! এক্ষেত্রে নাম না করলেও রাজনীতির কারবারিরা পরিসংখ্যান তুলে ধরে বলছেন, “ছিলাম-আছি-থাকবো!” কিছুটা প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠার মতোই উজ্জ্বল! তবে এক্ষেত্রে যে কী, সেটা ভগবান জানেন আর তিনি জানেন!

Related articles

বিশ্বজুড়ে বিভ্রাট: বন্ধ এক্স-এ লগইন

ফের একবার বিশ্বজুড়ে বিভ্রাটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বিকাল থেকে হঠাৎই বন্ধ হয়ে যায় এই সোশ্যাল মিডিয়া (social...

আমাকে হারানোর জন্যই দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল! বিস্ফোরক দিলীপ

ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে এবার স্পষ্ট ভাষায় বললেন ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁকে...

লঙ্ঘিত লোকপালের নিয়ম! দিল্লি হাই কোর্টের দ্বারস্থ মহুয়া

সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’-এর অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট...

আন্দুল বাইক সারানোর গ্যারাজে আগুন, মৃত্যু মালিকের

বাইক সারানোর গ্যারাজে (Garage) আগুন। মঙ্গলবার দুপুরে হাওড়ার (Howrah) আন্দুল রোডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গ্যারাজের মালিক সন্দীপ...
Exit mobile version