প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের জন্য কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত তথ্য

মহামারি আবহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ অনলাইনে হবে। শুক্রবার ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিপ্লোমা-ইন-এলিমিনেটর এডুকেশনে এবছর আসন সংখ্যা ৪৫ হাজার ৭০০। কবে থেকে এবং কীভাবে ভর্তির আবেদন করবেন সেই সম্পর্কে তথ্য প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেনে নিন সেই তথ্য-

▪️www.wbbpe.org

http://wbbprimaryeducation.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

▪️মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ-মাধ্যমিকের মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড ফটো, জাতি শংসাপত্র স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে।

▪️সাধারণ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং তপশিলি জাতি উপজাতি ও সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ৪৫ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবেন।

▪️ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ আগস্ট।

▪️৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

▪️২২ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ হবে।

▪️ যোগ্যতা মান উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নামের তালিকা পাঠানো হবে কলেজগুলিতে।

▪️যাদের কম্পিউটার ব্যাবহারের সুযোগ নেই তাঁরা রাজ্যের যে কোনও অরূপস কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করে বিনামূল্যে আবেদন পত্র জমা করতে পারবেন।

▪️আবেদন করার ফি কত হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।

▪️এই প্রথম সাঁওতালিদের জন্য অলচিকি ভাষায় ৫০ টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Previous articleBreaking : পাহাড়ে আরও ৭ দিন লকডাউন
Next articleভূমিপুজোয় ভাগবত, উমা, কল্যাণ থাকলেও এখনও ডাক পেলেন না আদবানি, যোশি