Sunday, November 9, 2025

অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আর তাই অর্থনৈতিক পরিকাঠামো পুনর্গঠন করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র সঙ্গে আলোচনা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

মোরেটোরিয়াম কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, হসপিটালিটি সেক্টরের ক্ষেত্রে সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর মোরেটোরিয়াম দেওয়ার মেয়াদ আরও বাড়ানোর কথা।

ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভায় নির্মলা বলেন, “আমি বুঝতে পারছি যে করোনা প্রভাব কাটিয়ে এখনও পুরোপুরি স্বচ্ছন্দের জায়গায় পৌঁছতে পারেনি হসপিটালিটি সেক্টর। সেই কারণেই আমরা এই বিষয়ে আরবিআই-এর সঙ্গে আলোচনা করছি। এবং এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এগোচ্ছি। এই সেক্টরের জন্য আমরা মোরেটরিয়াম পিরিয়ডের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে ভাবছি।”

উচ্চপর্যায়ের প্যানেল গঠনের কথা নিয়ে সীতারমন জানান, “আমরা ডেভেলপমেন্ট ফিন্যানসিয়াল ইনস্টিটিউশন খোলার বিষয়ে আলোচনা করছি। এই সংস্থা গঠিত হলে তার ফ্রেমওয়ার্ক কেমন হবে তা নিয়ে আলোচনা বাকি রয়েছে।”

মহামারির কারণে হোটেল খাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। ভারতের হোটেল অ্যাসোসিয়েশন লোকশানের বিষয়ে জানাচ্ছে, দেশের ভ্রমণ খাতে ৯০ শতাংশ চাহিদা পড়ে গিয়েছে। এই সেক্টরে সংগঠিত ভাবে অন্তত ৪৫ মিলিয়ন জন মানুষ কাজ করেন দেশজুড়ে। এই মন্দার জেরে তাঁদের অন্নসংস্থানও এখন কঠিন হয়ে পড়েছে। তবে এই মোরেটরিয়াম পিরিয়ডের মেয়াদ বাড়ানো নিয়ে এইটচডিএফসি বা অন্যান্য ব্যাঙ্কগুলির মধ্যে বিতর্ক চলছে। পাশাপাশি আরবিআইকে তারা জানিয়েছে এই মেয়াদ যাতে আর না পারে তার দিকে লক্ষ্য রাখার কথা।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version