Friday, August 22, 2025

পরিষ্কার হয় না মহিলা কর্মীদের শৌচালয়, অভিযোগ শুনে নিজেই ঝাঁটা হাতে নামলেন মন্ত্রী!

Date:

অতিমারির পরিস্থিতি চলছে। প্রতিদিন বাড়ি,অফিসের আনাচ-কানাচ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হচ্ছে । কিন্তু এই পরিস্থিতিতেও দিনের পর দিন নোংরা অবস্থায় পড়ে থাকে মহিলা কর্মীদের শৌচালয়। এই নিয়ে সংশ্লিষ্ট দফতরে বারবার জানানোর পরেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অগত্যা অভিযোগ যায় মন্ত্রীর কাছে। আর তারপরই মন্ত্রী নিজে ঝাঁটা নিয়ে সাফাই কাজে নেমে পরেন। মধ্যপ্রদেশের শক্তিসম্পদ দফতরের মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার করলেন এই কাজ।


সার্বজনিক স্তরে পরিচ্ছন্নতার বার্তা দিতেই মন্ত্রী প্রদ্যুমান সিং এমন একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্নভাবে স্বচ্ছভারত মিশনের প্রচার করছেন। কেন্দ্রীয় সরকারের তরফেও দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এমন অবস্থায় দেশের এক মন্ত্রীর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

প্রদ্যুমান সিং তোমার এদিন একটি মিটিং সেরে মোতি মহল ভবন থেকে ফিরছিলেন। সেই সময় কয়েকজন মহিলা কর্মচারী তাঁকে জানান, দীর্ঘদিন ধরে সরকারি কার্যালয়ের শৌচাগার পরিষ্কার করা হয় না। নোংরা শৌচালয় ব্যবহার করতে তাঁদের খুব সমস্যা হচ্ছে। অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

প্রদ্যুমান সিং তোমার এর পরই সেই শৌচালয় পরিদর্শনে যান। এবং নোংরা শৌচালয় দেখে তিনি পাশে থাকা লোকজনকে টয়লেট ক্লিনার, ব্রাশ ইত্যাদি নিয়ে আসতে বলেন। এর পরই ঝাঁটা হাতে টয়লেট পরিষ্কার করতে নেমে পড়েন প্রদ্যুমান সিং। তিনি জানিয়েছেন, শৌচালয় পরিষ্কার থাকছে কি না সেটা নিয়মিত দেখার দায়িত্ব আধিকারিকদেরও। নিজেদের ঘর আগে পরিষ্কার রাখতে হবে। তার পর স্থানীয় এলাকা। এভাবেই সবাই মিলে দেশ পরিচ্ছন্ন রাখতে পারব। বলেন মন্ত্রী।

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...
Exit mobile version