Thursday, July 3, 2025

পরিষ্কার হয় না মহিলা কর্মীদের শৌচালয়, অভিযোগ শুনে নিজেই ঝাঁটা হাতে নামলেন মন্ত্রী!

Date:

অতিমারির পরিস্থিতি চলছে। প্রতিদিন বাড়ি,অফিসের আনাচ-কানাচ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হচ্ছে । কিন্তু এই পরিস্থিতিতেও দিনের পর দিন নোংরা অবস্থায় পড়ে থাকে মহিলা কর্মীদের শৌচালয়। এই নিয়ে সংশ্লিষ্ট দফতরে বারবার জানানোর পরেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অগত্যা অভিযোগ যায় মন্ত্রীর কাছে। আর তারপরই মন্ত্রী নিজে ঝাঁটা নিয়ে সাফাই কাজে নেমে পরেন। মধ্যপ্রদেশের শক্তিসম্পদ দফতরের মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার করলেন এই কাজ।


সার্বজনিক স্তরে পরিচ্ছন্নতার বার্তা দিতেই মন্ত্রী প্রদ্যুমান সিং এমন একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্নভাবে স্বচ্ছভারত মিশনের প্রচার করছেন। কেন্দ্রীয় সরকারের তরফেও দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এমন অবস্থায় দেশের এক মন্ত্রীর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

প্রদ্যুমান সিং তোমার এদিন একটি মিটিং সেরে মোতি মহল ভবন থেকে ফিরছিলেন। সেই সময় কয়েকজন মহিলা কর্মচারী তাঁকে জানান, দীর্ঘদিন ধরে সরকারি কার্যালয়ের শৌচাগার পরিষ্কার করা হয় না। নোংরা শৌচালয় ব্যবহার করতে তাঁদের খুব সমস্যা হচ্ছে। অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

প্রদ্যুমান সিং তোমার এর পরই সেই শৌচালয় পরিদর্শনে যান। এবং নোংরা শৌচালয় দেখে তিনি পাশে থাকা লোকজনকে টয়লেট ক্লিনার, ব্রাশ ইত্যাদি নিয়ে আসতে বলেন। এর পরই ঝাঁটা হাতে টয়লেট পরিষ্কার করতে নেমে পড়েন প্রদ্যুমান সিং। তিনি জানিয়েছেন, শৌচালয় পরিষ্কার থাকছে কি না সেটা নিয়মিত দেখার দায়িত্ব আধিকারিকদেরও। নিজেদের ঘর আগে পরিষ্কার রাখতে হবে। তার পর স্থানীয় এলাকা। এভাবেই সবাই মিলে দেশ পরিচ্ছন্ন রাখতে পারব। বলেন মন্ত্রী।

Related articles

হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি-র অভিনব উদ্য়োগ, নিয়ম মেনে চালকরা পেলেন উপহার

কলকাতায় চলছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার অভিনব কর্মসূচি নিল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড। ওসি সৌভিক চক্রবর্তীর...

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...
Exit mobile version