আপনার শরীরে কি করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে? উত্তর পেতে চলে আসুন এই ঠিকানায়

রাজ্যের মানুষ যখন করোনা আতঙ্কে ভুগছেন, দিশেহারা, কোথায় যাবেন, কী করবেন? ঠিক তখনই সাধারণ মানুষের স্বাস্থ্যের পরীক্ষা করাতে মানুষদের স্বার্থে এগিয়ে আসলেন সিপিআইএম যাদবপুর এরিয়া কমিটি নেতৃত্ব। তাঁদের উদ্যোগে ও ICMR অনুমোদিত থাইরোকেয়ারের সহযোগিতায় আজ, রবিবার প্রায় ২০০ জনেরও বেশি মানুষের অ্যান্টিবডি টেষ্ট করা হল নামমাত্র খরচায়। প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাঁদের রিপোর্ট মেইল করে জানিয়ে দেওয়া হবে।

এদিন যাদবপুর ৮বি সংলগ্ন ইব্রাহিমপুর রোডে মৃত্যূঞ্জয় ভবনে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, রাজ্যসভায় বামেদের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ছাড়াও সিপিআইএম নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট মানুষজন।

হাতের সামনে নামমাত্র ৪৫০ টাকা খরচে অ্যান্টিবডি টেষ্ট করাতে পেরে খুশি স্থানীয় মানুষজন। পাশাপাশি বাম নেতৃত্বের দাবি, আগামি দিনে তাঁরা নিজেরা উদ্যোগ নিয়ে এধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায় করবেন। যে কাজ সরকারের করার কথা সেই কাজ সরকার করতে ব্যর্থ হলে কমিউনিস্ট পার্টির দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য লড়াই করা, এবং রক্তদান শিবির, শ্রমজীবী ক্যান্টিনের পর এবার অ্যান্টিবডি টেস্টের কাজ তারা চালিয়ে যাবেন।

দেখুন ভিডিও…

Previous articleরাম মন্দির শিলান্যাসের মঞ্চে মোদির সঙ্গে চারজন
Next articleমহামারির জেরে নিউজিল্যান্ডে আটকে সোমেনের বিশ্বভ্রমণ! সাইকেলে ভর করেই লক্ষ্যে পৌঁছাতে চান