সংক্রমণ সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের

কোভিড-১৯ এ সংক্রমণ সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীর সাতদিন পর যদি পরবর্তী তিনদিন জ্বর বা কোনও উপসর্গ না থাকে, তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে।সার্টিফিকেট-সহই এই ছুটি দেওয়া হবে। এরপর সাতদিন হোম আইসোলেশনে থাকতে হবে তাঁকে। তারপর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
আইসিএমআরের গাইডলাইন মেনে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ।
এছাড়া রাজ্য সরকার কোমর্বিডিটি-সহ কোরোনা রোগীদের চিকিৎসা, সেরে যাওয়ার পর ওষুধের ব্যবহার এবং সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েও নতুন গাইডলাইন প্রকাশ করেছে।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন প্রোটোকল বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কী কী পরিষেবা মিলবে। করোনভাইরাস রোগীদের চিকিৎসায় কোনও প্রকারভেদ রাখা যাবে না। এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, করোনা চিকিৎসার জন্য ওষুধের ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next article“মশালের আলোয় উজ্জ্বল হোক ময়দান”, শতবর্ষে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদির