Tuesday, November 11, 2025

দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ পরিবারের ৬ জন ভাইরাস আক্রান্ত

Date:

দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ভাইরাস আক্রান্ত। তিনি জানিয়েছেন, তিনি এবং পরিবারের বাকিরাও আক্রান্ত হয়েছেন। তাঁরা দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু-সহ তাঁর পরিবারের মোট ছয় জন ও গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে তাঁর পরিবারের এক সদস্যের জ্বর আসে। এরপরই এই গাড়ির চালক-সহ পরিবারের বাকিদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে রিপোর্ট আসে। পরের দিন সকালে তাঁদের সবাইকে ভর্তি করানো হয় কোভিড হাসপাতালে। হাসপাতাল থেকে ফোনে উত্তমবাবু বলেন, “নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সবাই কোভিড হাসপাতলে ভর্তি হয়েছে।”

এরপর গত কয়েক দিনে তিনি কোন কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version