Wednesday, January 14, 2026

ফের ৫ই লকডাউন তোলার অনুরোধ করে দিলীপ এবার মিডিয়াকে এক হাত নিলেন

Date:

Share post:

ফের ৫ অগাস্ট লকডাউন তুলে নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করলেন দিলীপ ঘোষ। সোমবার সকালে রাখিবন্ধন অনুষ্ঠানের দিনে তিনি একশ্রেণির মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ কেউ বিভ্রান্তিমূলক খবর প্রচার করে বিজেপির মধ্যে বিভেদ দেখানোর চেষ্টা করছেন। এগুলো ঠিক নয়। এই ধরণের ঘটনাকে আমি ধিক্কার জানাচ্ছি।

রাখিবন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন বিজেপির সদর দফতর ছিল সরগরম। হাতে বেশ কয়েকটি রাখি পড়ে বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হন। প্রথমেই তিনি দেশজুড়ে সমস্ত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। বলেন, ৫ তারিখ যে শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে, রাজ্যের সমস্ত নেতা-কর্মী-সমর্থকরাও সেই অনুষ্ঠানে সাক্ষী থাকতে চান। মন্দিরে মন্দিরে পূজার্চনা করতে চান। সেই সুযোগ থেকে রাজ্য সরকার মানুষকে বঞ্চিত করতে পারেন না। এটা সঙ্গে হিন্দুদের সেন্টিমেন্ট জড়িয়ে।

এদিন এক শ্রেণির মিডিয়া ভুল এবং মিথ্যা খবর প্রচার করছে অভিযোগ তুলে দিলীপ দিল্লিতে দলীয় বৈঠকে যা যা হয়েছিল তার বিষদ বিবরণ দেন। জানান, জেলা ধরে ধরে আলোচনা হয়েছে। ফলে সেই জেলায় কোনও সাংসদ থাকলে তিনি সেই আলোচনায় যোগ দিয়েছেন। বাবুল সুপ্রিয়র জেলা আসেনি। এলে নিশ্চয়ই তিনি আলোচনায় থাকতেন। ফলে এ নিয়ে অনর্থক বিতর্ক তোলার চেষ্টা হয়েছে। ১ অগাস্ট জন্মদিনে বাবুল ফোন করেছিলেন জানিয়ে দিলীপ বলেন, আমাদের মধ্যে হাসি ঠাট্টা হলো। বললাম তুমি কেন বৈঠকগুলোতে থাকলে না? জবাবে বাবুল বলেছেন, আমাকে তো ডাকলেন না! আমি বললাম, না ডাকাতেই এত আলোচনা, ডাকলে না জানি আরও কত কথা হবে। পাশাপাশি মুকুল রায় প্রসঙ্গে বলেন, রেটিনায় ইনজেকশন নেওয়ার কারণেই তিনি বলেছিলেন কোলকাতা ফিরবেন। এছাড়া ভিড় এড়ানোর জন্য মিটিং থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...