Wednesday, November 12, 2025
কণাদ দাশগুপ্ত

এবার রাজধর্ম পালন করুন প্রধানমন্ত্রী !

রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে জানিয়েছিলেন, ‘‘আমি করোনা-আক্রান্ত৷ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।’’ একইসঙ্গে তাঁর সতীর্থদের
অনুরোধ করেছেন, গত কয়েক দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন ১৫ দিনের আইসোলেশনে যান।”
অমিত শাহ গত কয়েক দিনে যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, বৈঠক করেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ সুতরাং শাহের এই বার্তা নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর উপরও বর্তায়৷ সেক্ষেত্রে কী করবেন প্রধানমন্ত্রী ? দেশের প্রধানমন্ত্রী হিসাবে করোনা-প্রোটোকল মেনে চলতে তিনি কি বাধ্য নন ?
স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ পরামর্শ দিয়েছেন৷ শাহ এই পরামর্শ প্রধানমন্ত্রীকেও দিয়েছেন৷ কারন, গত ২৯ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহের সঙ্গেই হাজির ছিলেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, নির্মলা সীতারামনরা৷ এনারা আইসোলেশনে যাবেন না কেন ?

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ৷ এই মহামারি থেকে কার্যত হাত তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পুরোটাই ভাগ্যের হাতে এখন ছাড়া হয়েছে৷ এই পরিস্থিতিতে
নরেন্দ্র মোদির উচিত নাগরিক-স্বাস্থ্যকে আরও বিপজ্জনক না করে এই মুহুর্তেই আইসোলেশনে যাওয়া৷

আইসোলেশনে না যাওয়ার কোনও কৌশল খুঁজে বার করে আগামী বুধবার দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজের সূচনায় প্রধানমন্ত্রী যদি হাজির থাকেন, তাহলে সেই কাজ কতদূর সঠিক হবে, তা ভাবতে বসুক কেন্দ্রের শাসক দল৷ মহামারি প্রতিরোধ আইন তাতে লঙ্ঘিত হচ্ছে কি’না, তা দেখুন দেশের আইনজ্ঞরা৷
এতদিন কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়ে এসেছে যে, করোনা-আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে যাঁরা গত তিন-চার দিনে এসেছেন, তাঁদের প্রত্যেকের আইসোলেশনে থাকা উচিত।

আজ রাজধর্ম প্রদর্শন করার মুখোমুখি দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ৷ গোটা দেশের নজর আজ তাঁর দিকেই৷ সবাই জানতে চাইছেন, প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকার কোনটা ? নিয়ম মেনে তিনি আইসোলেশনে যান? না’কি, নিয়ম লঙ্ঘন করে প্রধানমন্ত্রী পাড়ি দেবেন অযোধ্যা?এমনিতেই দেশজুড়ে চেপে বসা করোনা-আতঙ্কের মাঝে রামমন্দিরের ভূমিপুজো করা কতদূর সঠিক হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর এবার সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাজির থাকাটা বিতর্ক যে সহস্রগুণ বৃদ্ধি করবে, তা বলাই বাহুল্য৷

প্রধানমন্ত্রীর কাছে এখন দেশবাসীর একটাই আর্জি, “রাজধর্ম পালন করুন”৷

____,

Related articles

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...
Exit mobile version