Sunday, August 24, 2025
কণাদ দাশগুপ্ত

এবার রাজধর্ম পালন করুন প্রধানমন্ত্রী !

রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে জানিয়েছিলেন, ‘‘আমি করোনা-আক্রান্ত৷ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।’’ একইসঙ্গে তাঁর সতীর্থদের
অনুরোধ করেছেন, গত কয়েক দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন ১৫ দিনের আইসোলেশনে যান।”
অমিত শাহ গত কয়েক দিনে যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, বৈঠক করেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ সুতরাং শাহের এই বার্তা নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর উপরও বর্তায়৷ সেক্ষেত্রে কী করবেন প্রধানমন্ত্রী ? দেশের প্রধানমন্ত্রী হিসাবে করোনা-প্রোটোকল মেনে চলতে তিনি কি বাধ্য নন ?
স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ পরামর্শ দিয়েছেন৷ শাহ এই পরামর্শ প্রধানমন্ত্রীকেও দিয়েছেন৷ কারন, গত ২৯ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহের সঙ্গেই হাজির ছিলেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, নির্মলা সীতারামনরা৷ এনারা আইসোলেশনে যাবেন না কেন ?

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ৷ এই মহামারি থেকে কার্যত হাত তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পুরোটাই ভাগ্যের হাতে এখন ছাড়া হয়েছে৷ এই পরিস্থিতিতে
নরেন্দ্র মোদির উচিত নাগরিক-স্বাস্থ্যকে আরও বিপজ্জনক না করে এই মুহুর্তেই আইসোলেশনে যাওয়া৷

আইসোলেশনে না যাওয়ার কোনও কৌশল খুঁজে বার করে আগামী বুধবার দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজের সূচনায় প্রধানমন্ত্রী যদি হাজির থাকেন, তাহলে সেই কাজ কতদূর সঠিক হবে, তা ভাবতে বসুক কেন্দ্রের শাসক দল৷ মহামারি প্রতিরোধ আইন তাতে লঙ্ঘিত হচ্ছে কি’না, তা দেখুন দেশের আইনজ্ঞরা৷
এতদিন কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়ে এসেছে যে, করোনা-আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে যাঁরা গত তিন-চার দিনে এসেছেন, তাঁদের প্রত্যেকের আইসোলেশনে থাকা উচিত।

আজ রাজধর্ম প্রদর্শন করার মুখোমুখি দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ৷ গোটা দেশের নজর আজ তাঁর দিকেই৷ সবাই জানতে চাইছেন, প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকার কোনটা ? নিয়ম মেনে তিনি আইসোলেশনে যান? না’কি, নিয়ম লঙ্ঘন করে প্রধানমন্ত্রী পাড়ি দেবেন অযোধ্যা?এমনিতেই দেশজুড়ে চেপে বসা করোনা-আতঙ্কের মাঝে রামমন্দিরের ভূমিপুজো করা কতদূর সঠিক হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর এবার সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাজির থাকাটা বিতর্ক যে সহস্রগুণ বৃদ্ধি করবে, তা বলাই বাহুল্য৷

প্রধানমন্ত্রীর কাছে এখন দেশবাসীর একটাই আর্জি, “রাজধর্ম পালন করুন”৷

____,

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version