Monday, November 17, 2025

হতাশায় ডুববেন না, করোনা আক্রান্তদের জন্য অভিনব রাখি বন্ধন তৃণমূল কাউন্সিলর সুদর্শনার

Date:

Share post:

আজ রাখি পূর্ণিমা। উৎসবের দিন। কিন্তু কোভিড-১৯ মহামারির জন্য এবছর সেইভাবে রাখি পূর্ণিমা উৎসব পালন করা সম্ভব হচ্ছে না। তবে বাঙালির মন কোনও কিছুতেই দমে থাকে না। এই মুহূর্তে অনেকেই করোনায় সংক্রমিত। তারা হয়তো সেই ভাবে এই দিনটি পালন করতে পারছেন না। কিন্তু তাদের মনে যেন কোনওরকম হতাশার সৃষ্টি না হয়, সেই জন্য আজ আরও এক পা বাড়িয়ে দিয়েছেন বালিগঞ্জ অঞ্চলের ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখার্জি। এদিন তিনি ও তার মহিলা সমিতি এবং তৃণমূল কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন করেন। তবে তা একেবারেই অন্যরকম এবং অন্য ধাঁচে।

বালিগঞ্জ অঞ্চলে এই মুহূর্তে করোনা সংক্রমিত সংখ্যাটা অনেকটাই বেশি। তাই এবার বালিগঞ্জ অঞ্চলে যেসমস্ত বাড়িতে করোনা সংক্রমিত রোগী রয়েছেন, তাদের বাড়িতে গিয়ে তাদের রাখি দিয়ে রাখি উৎসব পালন করলেন সুদর্শনা মুখার্জি। তিনি জানিয়েছেন, যারা জীবাণুমুক্ত করার কাজে যুক্ত রয়েছেন বা ডেঙ্গু নিরাময়ের কাজে যুক্ত রয়েছেন তারা পিপিই কিট পড়ে সমস্ত রকম সামাজিক বিধিনিষেধ মেনে সেই সমস্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের হাতে রাখি তুলে দেন।

শুধু তাই নয়, রাখির সঙ্গে ছিল মিষ্টি এবং সেই সঙ্গে তাদেরকে জানানো হয় তারা যেন কোনরকম ভাবে নিজেদের এই দিনটিতে হতাশায় ডুবিয়ে না রাখে। এবং এর পাশাপাশি জানানো হয়েছে করোনার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাই সমস্তরকম সামাজিক সর্তকতা বিধি মেনে চলতে হবে। সমস্ত রকম সামাজিক নীতি এবং নিয়মকানুন মেনে এই রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় । একেবারে এক অভিনব নতুন পদ্ধতিতে তারা আজ এই রাখি উৎসব পালন করেন।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...