Wednesday, May 14, 2025

মানুষের স্বার্থে লকডাউন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে নয়! রাখি উৎসবে মন্তব্য ফিরহাদের

Date:

কোনওরকম ধর্মীয় ভাবাবেগে বা কোনও সম্প্রদায়ের কাউকে আঘাত আঘাত করে রাজ্যে লকডাউনের দিন ঘোষণা করা হচ্ছে না। আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হবে এবং সেই উপলক্ষে পুজো হবে এবং তার জন্যই নাকি পশ্চিমবঙ্গে ওইদিন লকডাউন ডাকা হয়েছে। এমনই মন্তব্য করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, সমস্ত ধর্মীয় ভাবাবেগের মানুষকে সম্মান জানানোই বাংলার সংস্কৃতি। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে আলাদা আলাদা। বাংলায় সব ধর্মের মানুষ সম্মান পান। কিন্তু এর সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেই। লকডাউন ডাকা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য। করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে এই লকডাউন ডাকা হয়েছে। যেভাবে সংক্রমণ হচ্ছে, তার দিকে তাকিয়েই এই লকডাউন ডাকা হয়েছে। তবে কেউ যদি মনে করে থাকেন ৫ তারিখ কোনও একটি বিশেষ কারণে লকডাউন ডাকা হয়েছে, তা কিন্তু মোটেও নয়। এই ধারণা সম্পূর্ণ ভুল।

এদিন তিনি চেতলায় রাখি বন্ধন উৎসব পালন করেন ফিরহাদ হাকিম। তবে প্রতি বছর এই দিনটি অনেক বড় করে তিনি পালন করে থাকেন। কিন্তু এবছর করোনার জন্য সেইভাবে বড় করে উৎসব পালন করা যায়নি। বরং, এবারের রাখি উৎসবে একটু অন্যরকম ভাবেই দেখা গেল তাঁকে। এদিন তিনি মানুষের হাতে রাখির পরিবর্তে মাস্ক তুলে দেন। ফিরহাদ হাকিমের কথায়, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ বা রাজ্য চলেছে, তাতে এই মুহূর্তে সবার মাস্কের প্রয়োজন। সেই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও তিনি জানিয়েছেন। তাই হাতে রাখি পড়াতে না পারলেও হৃদয়ের অন্তস্থল থেকে সবাইকে তিনি এদিন শুভকামনা জানিয়েছেন। সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, এমনটাই প্রার্থনা করেছেন ফিরহাদ হাকিম।

একইসঙ্গে করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করলেন ফিরহাদ।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version