পরিষেবা চালু রাখতে রাজ্যপালের দ্বারস্থ বাস মালিকরা

0
1

করোনা মোকাবিলায় সেই লকডাউনের পর থেকে বাসভাড়া বৃদ্ধি, ডিজেলের দাম কমানো, ব্যাংকের কিস্তি মাফ করা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ, মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হয়েছিলেন বাস মালিক সংগঠনগুলো।

বাস পরিষেবা চালু রাখতে গিয়ে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা, তার বিবরণ দিয়েই কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়েছে রাজ্যপালের মাধ্যমে। লকডাউনের সময় থেকেই রাজ্য সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা চালিয়ে গেছে সংগঠনগুলো। যদিও এখনও সমাধান সূত্র অধরা। প্রতি সোমবার “নো ডিজেল ডে” পালন করছে বাস মালিকরা।