Thursday, November 13, 2025

হিন্দুত্ববাদের নতুন ‘পোস্টার-বয়’ নরেন্দ্র মোদি, কণাদ দাশগুপ্তর কলম

Date:

কণাদ দাশগুপ্ত

একেবারে ছক কষে এগোচ্ছেন নরেন্দ্র মোদি৷ মাপা পদক্ষেপ ৷ স্ক্রিপ্টেড বক্তব্য৷ কমা, সেমিকোলন,
ফুলস্টপও আলাদা বার্তা বহন করছে৷

অযোধ্যায় জাঁকিয়ে বসেছে সংক্রমণ৷ উত্তর প্রদেশের এক মন্ত্রী সংক্রমণে প্রাণ হারিয়েছেন৷ রাম মন্দির চত্বরেও ঢুকেছে ভাইরাস৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসপাতালে পাঠিয়েছে ওই একই ভাইরাস৷ প্রধানমন্ত্রীর বয়স ভাইরাস মোকাবিলার সহায়ক নয়৷

ফলে অযোধ্যায় সরাসরি তাঁর না থাকাই স্বাভাবিক ছিলো৷ কিন্তু এত কিছুর পরেও নরেন্দ্র মোদি পা রাখছেন অযোধ্যায়৷ কারন, নরেন্দ্র মোদি ছক কষে এগোচ্ছেন৷ হিন্দুত্ববাদী রাজনীতির জয়গান গেয়ে দু’টি নির্বাচন তিনি জিতেছেন৷ এই একই মন্ত্রে ২০২৪-এর বৈতরণী টপকানো যে মুশকিল, তা সব থেকে ভালো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নিজেই৷ আর্থিক মন্দা, কর্মসংস্থান শূন্য৷ ‘ডোল’ দিয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের ধরে রাখার কর্মসূচি ২০২৪ পর্যন্ত চালিয়ে যাওয়া অসম্ভব৷ একের পর এক ঘরের জিনিস বিক্রি করে সংসার চালাতে আজ পর্যন্ত কেউই পারেনি৷ সুস্থ-সবল সরকারি সংস্থা বিক্রি করে আজীবন দেশ চালানো অসম্ভব৷ মহামারি নিয়ন্ত্রণ যে থালা বাজিয়ে বা প্রদীপ জ্বালিয়ে সম্ভব নয়, সেটা এতটাই দেরিতে বুঝেছেন যে ততদিনে “অনুপ্রবেশকারী” মারণ ভাইরাস কার্যত ভারতের নাগরিকত্ব নিয়ে ফেলেছে৷
রাফাল, ৩৭০ বা তিন তালাক, পেটে ভাত দেয়না৷ ভাত না পাওয়া মুখের মিছিল দীর্ঘ হতে শুরু করলে, দিল্লি ছুঁয়ে ফেলা এমন কিছু কঠিন কাজ নয়৷

প্রধানমন্ত্রী তুখোড় বক্তা৷ স্রেফ কথা বলেই তিনি করলার রসকে রাবড়ি বলে খাইয়ে দিতে পারেন৷ কিন্তু তিনি খুর খারাপ শ্রোতা৷ সাধারণ মানুষের কথা শোনেননা, সংবাদমাধ্যমের কথা শোনেন না৷ হয়তো তাঁর মন্ত্রিসভার সদস্যদের কথাও শোনেন না৷ এই কথা না শোনার জগতের বাসিন্দাদের একটা সুবিধা, তাঁরা নিজেরাই প্রশ্ন করেন, নিজেরাই মনপসন্দ উত্তরও দিয়ে দেন৷ ফলে একটা ফাঁক থেকেই যায়, ফাঁকা বাড়তেও থাকে৷

প্রধানমন্ত্রী যতখানি না হিন্দুত্ববাদী, তার থেকে একশোগুণ বেশি ‘বাস্তববাদী’৷ তিনি টের পাচ্ছেন ,২০২৪ খুব খারাপ বার্তা নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছে৷ এই দমবন্ধ করা পরিস্থিতি কাটাতে একটা ঝটকা দরকার৷ যে ঝটকা ভুলিয়ে দেবে মানুষের কান্না, ঘাম,রক্ত,তৃষ্ণা, খিদে৷

সেই ‘ঝটকা’-র সলতে পাকাতেই আজ, বুধবার শত ঝুঁকি ও সমালোচনার মধ্যেই অযোধ্যায় পা রাখছেন নরেন্দ্র মোদি৷ কোটি কোটি ভারতবাসীর আবেগ উসকে দিয়ে রাম মন্দির নির্মাণের সূত্রপাতের নায়ক হতে চলেছেন নরেন্দ্র মোদি। আজকের এই ছবিই হবে ২০২৪-এর নির্বাচনে মোদির প্রধানতম হাতিয়ার৷ কোনও সাধু-সন্ত নয় আজ থেকে হিন্দু সম্প্রদায়ের ‘চিরস্থায়ী’ পোস্টার-বয় হতে চলেছেন নরেন্দ্র মোদি৷ এটাই মাপা পদক্ষেপ মোদির৷ এ জন্যই কোনও কথা কানে না এনে নিজেকে প্রস্তুত রাখছিলেন ৫ আগস্টের জন্য৷ আজ ঠিক সাড়ে ১২টায় হবে ভূমিপুজো।
শিলান্যাসস্থলের মঞ্চে মাত্র পাঁচজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মহন্ত নিত্যগোপাল দাস।
২০২৪-এর নির্বাচনে এই ছবিই মোদিকে ক্ষমতায় ফেরাতে পারে৷ রামমন্দির হিন্দুত্ব রাজনীতির প্রতীক। এই ইস্যুই মাত্র দু’জন সাংসদের দল বিজেপিকে ক্ষমতায় এনেছিলো৷
এই সার সত্য মোদির অজানা নয়৷ তাই আজ ওই রামমন্দিরের সঙ্গে পাকাপাকিভাবে নিজের নাম যুক্ত করে নিলেন তিনি৷ এই সুযোগ কোনও উন্মাদও হাতছাড়া করতেন না৷

আজ, বুধবার, ভূমিপুজোর পর কাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে মন্দির নির্মাণের কাজ৷ নির্মাণকারী সংস্থা জানিয়েছে, ২০২৪ সালের দোলযাত্রার দিন এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে৷

পরবর্তী লোকসভা ভোট ওই ২০২৪-এর দোলযাত্রার পরেই৷ আজ এখনই বোঝা যাচ্ছে, পরবর্তী নির্বাচনে কার্যত কোনও ভোটই হবে না৷ হিন্দু-আবেগ ৪০০+ আসন উপহার দিতে পারে হিন্দু সম্প্রদায়ের নব্য ‘পোস্টার-বয়’ নরেন্দ্র মোদির হাতে৷

এটাই তো প্রধানমন্ত্রীর মাপা পদক্ষেপ ৷ এমনই তো হওয়ার কথা স্ক্রিপ্টেড দৃশ্যসমূহ৷

কোনও ভাইরাসেরই ক্ষমতা ছিলো না তাঁকে আটকানোর৷

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version