Tuesday, August 26, 2025

বেছে বেছে কাশ্মীর উপত্যকার বিজেপি নেতাদের ‘টার্গেট’ বানাচ্ছে জঙ্গিরা। গত কয়েক মাসে বারবার রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা মূলস্রোতের রাজনীতিতে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের বর্ষপূর্তির পরদিনই ফের এক বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলা চলল। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা। সাজাদ আহমেদ নামের ওই বিজেপি নেতা স্থানীয় সরপঞ্চও ছিলেন। বৃহস্পতিবার সকালে ভেসুতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিজেপির ওই সরপঞ্চ অন্যান্য সরপঞ্চদের সঙ্গে এক অস্থায়ী শিবিরে থাকতেন। সেখান থেকে ভেসুতে নিজের বাড়ি আসছিলেন তিনি। বাড়ি ঢোকার কয়েক মিটার আগেই তাঁর উপর জঙ্গিরা গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যাতেও কুলগামের মীর বাজারে আরিফ আহমেদ নামের এক বিজেপি নেতার উপর গুলি চালায় জঙ্গিরা। প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর আগে গত মাসের শুরুতে কাশ্মীরের বান্দিপোরাতে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারিকে গুলি করে মেরেছিল জঙ্গিরা। স্থানীয় থানার কাছেই একটি দোকানের সামনে বসেছিলেন ওয়াসিম, তাঁর বাবা ও ভাই। জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা ও তাঁর ভাই মারা যান।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version