Monday, May 5, 2025

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্ত রাজ্যের

Date:

এবার বেসরকারি বাস, মিনিবাসের কর মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লকডাউনের আবহেও রাস্তায় বেসরকারি বাস-মিনিবাস এর সংখ্যা আরও বাড়বে এবং যাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে মার্চের শেষ থেকেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও লকডাউন জারি করা হয়। সেই সময় বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। তারপর ধীরে ধীরে চালু হয় বাস পরিষেবা। কিন্তু তাতেও নির্দিষ্ট করে দেওয়া হয় যাত্রীসংখ্যা। এরপরই বাসমালিকদের একের পর এক দাবিতে কার্যত নাজেহাল হচ্ছিলেন যাত্রীরা ।
বারবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল বিভিন্ন বাস-মিনিবাস মালিক সংগঠন । সেই দাবি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। তবে তা সত্ত্বেও তাদের  বেশ কিছু দাবি  মেনে নেয়নি রাজ্য সরকার। তাই ১৫ হাজার টাকা করে অনুুুদান  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতেও কোনও লাভ হয়নি। রাস্তায় বাস তুলনামূলকভাবে কম নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাসমালিকরা। তাতে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাত্রী পরিষেবা না দেওয়া হলে ওই বাস রাজ্য সরকার অধিগ্রহণ করবে । তারপর যদিও কিছু বেশি সংখ্যক বাস রাস্তায় নামে।
বৃহস্পতিবার অবশ্য  বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। নবান্নে তাঁর উপস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়  জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওই ১৫ হাজার টাকার পরিবর্তে বাসমালিকরা কর মকুবের দাবি জানিয়েছিলেন। সেই অনুযায়ী কর মকুবেরই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে বাসমালিক সংগঠনগুলি খুশি হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। যদিও রাজ্যের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে এখনও পর্যন্ত বাস মালিক সংগঠনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version