Thursday, August 28, 2025

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ১০১ টি পণ্য আর আমদানি করা হবে না বলে বড় ঘোষণা করল কেন্দ্র। বিদেশি পণ্য নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালেই এই ঘোষণার কথা জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এরপর একগুচ্ছ ট্যুইটে ঘোষণাগুলি করেন রাজনাথ সিং।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগনোই এখন মোদি সরকারের লক্ষ্য। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আনা হয় একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম। এবার ভারতেই সেগুলি তৈরি করার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। ইতিমধ্যেই ১০১ টি সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে, যা অন্য দেশ থেকে অার আমদানি করা হবে না বলে জানা গিয়েছে। যদিও কতদিন পর্যন্ত এই আমদানি বন্ধ থাকবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তাই ধরে নেওয়া যায় যে অনির্দিষ্টকালের জন্য নির্দিষ্ট কিছু অস্ত্র আমদানি বন্ধ করার পথে ভারত। রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী, সরকারি ও বেসরকারি সংস্থা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এই তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তিনি আরও জানান, ২০১৫ থেকে ২০২০-র মধ্যে তিন বাহিনীতে এরকম অন্তত সাড়ে ৩ লক্ষ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম আমদানি করা হয়েছে। নতুন সিদ্ধান্তের পর আমদানি বন্ধ করে ভারতীয় সংস্থাগুলিই প্রায় ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবে আগামী ৬-৭ বছরে। এই ১০১ টি পণ্যের মধ্যে রয়েছে আর্টিলারি গান, কমব্যাট হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল, কভার্ট, রাডার, সশস্ত্র গাড়ি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ একাধিক উচ্চপ্রযুক্তিসম্পন্ন অস্ত্র। এগুলি আমদানি বন্ধ করে এবার থেকে তৈরি হবে ভারতেই।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version