Sunday, August 24, 2025

সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্ত থেকে সিবিআইকে রুখতে শিবসেনার অস্ত্র মমতা! আশ্চর্যের হলেও এটাই মনে হচ্ছে মহারাষ্ট্রের শাসক দলের বক্তব্যে। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার পাশাপাশি যখন দেশজুড়ে সুশান্ত অনুরাগীরা সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার, যখন পরিবার ও বিহার সরকারের দাবি মেনে কেন্দ্র সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন জনমতের উল্টোদিকে হেঁটে সিবিআই তদন্ত আটকানোর মরিয়া চেষ্টা করছে উদ্ধব ঠাকরে সরকার। আরও আশ্চর্যের ব্যাপার, সিবিআই এফআইআরে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত রিয়া চক্রবর্তীর বয়ান তুলে ধরে সুশান্তের পরিবার ও বিহার সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন সঞ্জয় রাউতের মত উদ্ধব ঘনিষ্ঠ নেতারা। সুপ্রিম কোর্টেও সিবিআইয়ের বিরোধিতায় কড়া সওয়াল করতে চলেছে মহারাষ্ট্র সরকার। তার আগে শিবসেনার মুখপত্র সামনায় সিবিআই রুখতে টেনে আনা হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সামনায় লেখা হয়েছে, বহু রাজ্যই সিবিআইয়ের বিরুদ্ধে রেস্ট্রিকশন জারি করেছে। যেমন, পশ্চিমবঙ্গে সারদা চিটফাণ্ডের তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিবিআইকে রুখে দিয়েছিলেন তাই নয়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরও করেছিলেন। এমনকী কলকাতার রাস্তায় মমতার নেতৃত্বে প্রতিবাদ আন্দোলন হতে দেখেছিল সবাই। সিবিআইয়ের বিরোধিতা করতে গিয়ে সামনায় যে মামলার সূত্রে যে যে যুক্তি খাড়া করেছেন শিবসেনা নেতারা, তাতে তাজ্জব রাজনৈতিক মহল। এরপর সুশান্ত মামলায় মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েই সংশয় তীব্র হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কী অাড়াল করতে সিবিআই তদন্ত আটকানোর এই মরিয়া চেষ্টা? নাহলে শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলের মুখপত্রে হঠাৎ সারদা তদন্তে মমতার সিবিআই বিরোধিতার দৃষ্টান্তকে সামনে রাখা হবে কেন?

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...
Exit mobile version