বিহারে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্থ ৭৪ লক্ষ মানুষ

0
1

বিহারের বন্যা দিন দিন ভয়ানক আকার ধারণ করছে। প্রচুর মানুষ বাসস্থান হারিয়েছেন । জলের নিচে চলে গিয়েছে চাষের জমি। রবিবার পরিস্থিতি আরও খারাপ হয়। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন আরও ৮৭ হাজার মানুষ।
বন্যার জেরে এখন পর্যন্ত বিহারে মোট ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ৭৪ লক্ষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের।

দুর্যোগ মোকাবিলা দফতরের বুলেটিনে বলা হয়েছে, ১৬ জেলায় ১২৫ টি ব্লকের মধ্যে ১২৩২ টি পঞ্চায়েত এলাকা বন্যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে।
দ্বারভাঙ্গায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর সামনে এসেছে। সেখানে মৃত্যু হয়েছে ৯ জনের। এরপরে মুজাফফরপুরে ৬ জন ও পশ্চিম চম্পারণে ৪ জন, সারনে ২ জন এবং সিওয়ানে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নেপাল থেকে সৃষ্টি হয়ে যে নদীগুলি বিহারের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে, মূলত সেগুলিকেই বন্যার জন্য দায়ী করে হচ্ছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে সিতামারহি, শেওয়ার, কিষাণগঞ্জ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সাহারশা, মাধেপুর, মধুবনী, সমষ্টিপুর জেলা। ক্ষতিগ্রস্থদের এলাকা থেকে সরিয়ে এনে রিলিফ ক্যাম্পে রাখা হচ্ছে। ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি কিচেনের।