Saturday, November 15, 2025

বিজেপির ২ বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস এস আলুওয়ালিয়া তৃণমূলে যোগ দিতে চলেছেন? এমন জল্পনায় কার্যত টগবগ করে ফুটছে বঙ্গ-রাজনীতি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে একুশের বিধানসভা ভোটের আগেই ভেঙে পড়বে বঙ্গ-বিজেপির স্বপ্ন-সৌধ৷

দীর্ঘদিনের রাজনীতিক আলুওয়ালিয়ার সঙ্গে বঙ্গ-রাজনীতির যোগ ছাত্রকাল থেকেই৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ বিহার থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদও ছিলেন৷ পিভি নরসিমা রাও সরকারের মন্ত্রীও ছিলেন আলুওয়ালিয়া৷ দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে ঘর করার পর ১৯৯৯ সালে তিনি যোগ দেন বিজেপিতে৷ এই মুহুর্তের গেরুয়া রাজনীতিতে দুঁদে এই সাংসদ অনেকটাই কোনঠাসা৷

ওদিকে, আলুওয়ালিয়া একাই নন, কিছুদিন আগে থেকে বিজেপির অন্য চার সাংসদকে ঘিরেও একই ধরনের জল্পনা তীব্র হয়েছে৷ সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে বিজেপি ছেড়ে না’কি তৃণমূলে যোগ দিচ্ছেন ৪ সাংসদ৷ স্বাভাবিক ভাবেই হিসাব শুরু হয়, বিজেপির ১৮ সাংসদের মধ্যে যদি প্রথমেই ৪ সাংসদ তৃণমূলে চলে যায়, তাহলে বিজেপির সাংসদ সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়াবে ১৪ জনে৷ তৃণমূলের শক্তি ২২ থেকে বেড়ে দাঁড়াবে ২৬ সাংসদে৷ এই মুহুর্তে বঙ্গ-বিজেপি ‘অভ্যন্তরীণ কোন্দল’ নামক ভাইরাসে আক্রান্ত ৷ ইদানিং প্রায় প্রতিদিনই কোনও না কোনও জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে৷ হররোজ বিজেপি ভাঙ্গছে। তার ওপর ৪-৫ জন সাংসদের দলবদলের জল্পনা, গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়িয়ে তুলছে৷ একুশের ভোটে রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ শুধু মরিয়াই নয়, কিছু শীর্ষনেতার বডি- ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বদলে গিয়েছে৷ আর ওদিকে একের পর এক নেতা- সাংসদের দলবদলের জল্পনা এমনস্তরে পৌঁছে যাচ্ছে যে রাজনৈতিক মহলের আশঙ্কা, বিধানসভা ভোটের আগেই না রণেভঙ্গ দিতে হয় রাজ্য বিজেপিকে৷ ভোটের আগেই বঙ্গ-বিজেপিতে সত্যিই “মেগা-ভাঙ্গন” হবে কি’না, আগামী ইতিহাস তা বলবে, কিন্তু বাস্তব এটাই, বিজেপির মতো আপাত-শৃঙ্খলাবদ্ধ দলে এই মুহুর্তে ভাঙ্গনের জল্পনা যেভাবে ছড়িয়েছে, তাতে এ রাজ্যের বিজেপির নিচুতলার কর্মীদের মনোবল নিশ্চিতভাবেই ঠেকে গিয়েছে তলানিতে৷ মোটের উপর, বিজেপি- ভাঙ্গনের জল্পনায় এই মুহুর্তে উত্তাল বাংলার রাজনীতি। যদিও বঙ্গ-বিজেপির তরফে এ ধরনের রটনাকে নেহাতই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলের চক্রান্ত বলেই দাবি করা হচ্ছে৷

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version