Wednesday, November 12, 2025

30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল মেট্রো বা দূরপাল্লার ট্রেন। তবে বিশেষ ট্রেন এবং মালগাড়ি যেমন ছিল তেমনই চলবে। সোমবার বিকেলে রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি জারির কিছুক্ষণের মধ্যেই তা ঘিরে বিভ্রান্তি ছড়াল। প্রথমে বলা হয়, এটা রেল বোর্ডের অভ্যন্তরীণ নির্দেশ। প্রকাশ্যে আসা উচিত নয়। কিন্তু তার আবার কিছুক্ষণের মধ্যেই সুর বদলে রেলবোর্ড জানায়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি।
পূর্ব রেলের এক কর্তার রেলের সব ডিভিশন ও বিভাগীয় প্রধানদের চিঠিতে জানান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়তি যাত্রীবাহী কোনও ট্রেন চলবে না। এরপরই সেই বার্তা প্রকাশ্যে চলে আসে। হাওড়ার ডিআরএম ইশাক খানও জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না।
কিন্তু এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই পূর্ব রেল জানিয়ে দেয়, পূর্ব রেলের সিপিটিএম যে লিখিত নির্দেশ দিয়েছেন তা ঠিক নয়। রেলমন্ত্রকও জানায়, ট্রেন চলাচলের নির্ধারিত কোনও দিন ঠিক হয়নি। পূর্ব রেলের কর্তার নির্ধারিত চিঠি ঘিরে শুরু হয় বিতর্ক। বোর্ডের নির্দেশের নাম, নম্বর দিয়ে কীভাবে এই চিঠি তিনি ইস্যু করলেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বোর্ড।
আগেই ঘোষণা করা হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না। এদিনের বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে রেলবোর্ড ওই সময়সীমা সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে বলে জানায়। কিন্তু তারপরেই জানিয়ে দেওয়া হল এই বিজ্ঞপ্তি ঠিক নয়। এই পরিস্থিতিতে আদৌ কবে থেকে লোকাল, মেট্রো বা দূরপাল্লার ট্রেন চলবে তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দেখা দিয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version