Wednesday, November 5, 2025

শতাধিক প্রাণ বাঁচিয়ে আইসোলেশনে, তৃপ্তির কাহিনী শোনাচ্ছে কেরলের গ্রাম

Date:

ঘড়িতে সন্ধে সাড়ে ৭টা। হঠাৎ বিকট শব্দে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। চুপ করে বসে থাকেনি স্থানীয়রা। শুক্রবার রাতে কোঝিকোড় বিমান দুর্ঘটনার পর বিমানবন্দর লাগোয়া গ্রামের বাসিন্দারা নেমে পড়েছিলেন উদ্ধারকাজে। আর তারপরই উদ্ধার কাজে অংশ নেওয়া প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। যদিও তাতে আক্ষেপ নেই প্রসাদ, আফসানদের। বরং শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে তৃপ্তি অনুভব করছেন তাঁরা।

কেরলবাসীর এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষ। সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই বৃষ্টিভেজা সন্ধেয় ছুটে যান তাঁরা। কেউ টিভিতে খবর শুনেছিলেন। কেউ আবার বিকট শব্দে ছুটে যান ওই অঞ্চলে। বিমানবন্দরের উদ্ধারকর্মী ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি তাঁরাও হাত লাগান উদ্ধার কাজে। কারিপুর, কোনদোত্তি গ্রামের ঘরে ঘরে এখন হোম আইসোলেশন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা ঘোষণা করেছেন, ওই দিন যাঁরাই উদ্ধারে হাত লাগিয়েছিলেন, সবাইকে ১৪ দিনের হোম কোয়রেন্টাইনে থাকতে হবে।

স্থানীয় উদ্ধারকারীদের মধ্যে অন্যতম কারিপুরের বাসিন্দা মহম্মদ আফসান। ঘটনার তিনদিন পরেও চোখে-মুখে বিস্ময়। তিনি বলেন, ” সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সীমানার প্রাচীরের বাইরে রাস্তায় আছড়ে পড়েছে বিমানটি। সাহায্যের জন্য চিৎকার শুনতে পাচ্ছিলাম। জ্বালানির গন্ধ ভরে গিয়েছিল চারিদিকে।” স্থানীয় উদ্ধারকারীদের তালিকায় রয়েছেন কলেজ পড়ুয়া প্রসাদ। বলেন, ” কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি আর ধস নামছে। আওয়াজ শুনে প্রথমে ভেবেছিলাম ধস নেমেছে। বিমানবন্দরের রানওয়ে শেষে পাহাড়ের উপরে আমাদের বাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে চলে যাই সেখানে। অন্যদের সঙ্গে উদ্ধার কাজে হাত মেলাই। কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। তাতে আফসোস নেই। এত জনের প্রাণ বেঁচেছে এটাই আনন্দের।”

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version