বড়সড় দুর্ঘটনা থেকে একটুর জন্য রক্ষা। রেড রোডে ফিরে আসতে পারতো ৪ বছর আগের সেই মর্মান্তিক দুর্ঘটনার ভয়াল স্মৃতি। আজ, মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের রেড রোডে ঢুকে পড়ল বিদ্যুৎ গতিতে আসা একটি গাড়ি।
জানা গিয়েছে, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন খিদিরপুর রোডের উত্তরমুখী লেন দিয়ে আসা একটি গাড়ি জওহরলাল নেহরু আইল্যান্ডের কাছে রাস্তার গার্ড রেলে সজোরে ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি।
ঘটনার পর গাড়ি চালককে আটক করে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। এর আগে ২০১৬-র ১৩ জানুয়ারি, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। সেই অভিশপ্ত স্মৃতি এখনও টাটকা।