Tuesday, November 4, 2025

নীতিগত প্রশ্ন তুলে ধরতেই নাকি তাঁর বিদ্রোহ, এমনই সাফাই দিলেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। ১৮ জন ঘনিষ্ঠ বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও নিজের দলের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। এর জেরে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি দুটি পদই হাতছাড়া হয়। ঘনিয়ে ওঠে রাজস্থানের রাজনৈতিক সংকট। কিন্তু দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বেশি দূর যেতে পারবেন না বুঝেই এবার তিনি দলের সঙ্গে সন্ধি করলেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার সঙ্গে দেখা করে জানালেন কংগ্রেসেই আছেন। দলের শীর্ষ নেতৃত্বও এরপর তাঁর সম্পর্কে নরম অবস্থান নেয়। গান্ধী পরিবারের হস্তক্ষেপে ঘর ওয়াপসির পর

সোমবার গভীর রাতে টুইট করেন শচীন পাইলট। সেখানে রাহুল, প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের অন্যান্য প্রথম সারির নেতাকে ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, সোনিয়াজি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা ও কংগ্রেসের অন্যান্য নেতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা আমার ক্ষোভের কথা শুনেছেন। আমি নিজের বিশ্বাসে অনড়। দেশের উন্নতির জন্য আগামীদিনেও আমি কাজ করে যাব। শচীনের দাবি ছিল রাজস্থানে কংগ্রেসের নেতৃত্ব বদল করতে হবে। যদিও রাহুল তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে অশোক গেহলটকে সরানো সম্ভব নয়। এই অবস্থায় কংগ্রেসের সংকট সত্যিই কাটল কীনা তা ভবিষ্যৎই বলবে।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version