Wednesday, November 5, 2025

হাওড়ার হাসপাতালে অবস্থার ভিডিও ভাইরাল, রোগিনী আরও সমস্যায় বলে অভিযোগ

Date:

হাওড়ার টি এন জয়সওয়াল হাসপাতালে চিকিৎসা না পাওয়া রোগীর অভিযোগের ভিডিও ভাইরাল হতেই শুরু বিতর্ক। ওই হাসপাতালে কয়েকদিন আগেই ভর্তি হন কোভিড আক্রান্ত মৌমিতা ঘোষ নামে এক রোগী। তাঁর পরিবারের বাকি অনেকেই করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে দু’জনের বাড়িতেই চিকিৎসা চলছে। মৌমিতা ঘোষের বাবার চিকিৎসা চলছে সঞ্জীবনী হাসপাতলে। ওই রোগিনীর অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই ঠিকমতো চিকিৎসা পাননি তিনি। কোনও ডাক্তার তাঁকে দেখেনি। তাঁকে পচা খাবার দেওয়া হয়েছে। এমনকী বাথরুমের কলেও জল ছিল না বলে অভিযোগ করেছেন ওই রোগিনীর। এই নিয়ে ফেসবুকে তিনি লাইভ করেন।

সেই ভিডিও ভাইরাল হতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে আরও দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ করেছেন মৌমিতা। তবে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এই অভিযোগ জানতে পেরেই সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে চিকিৎসার সবরকম আশ্বাস দেন। এর কিছু পরেই মন্ত্রীর আপ্তসহায়ক বলে পরিচয় দিয়ে ফোন করে মৌমিতাকে তাঁর ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পরে জানা যায়, যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি মন্ত্রীর আপ্তসহায়ক নন। হাসপাতালে কোনও এক কর্মী ফোনে হুমকি দেন।
এদিকে, এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের ফোন নিয়ে নেয় বলে অভিযোগ। অথচ গাইডলাইন অনুযায়ী, রোগীদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোন রাখার অনুমতি আছে। পুরো বিষয়টা নিয়ে টি এন জয়সওয়াল হাসপাতাল কর্তৃপক্ষ সব রকম অভিযোগ অস্বীকার করছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version