বাঙালির সাধ মেটাতে মঙ্গলবারই ফের দিঘা মোহনায় উঠল ১৫০ টন ইলিশ । প্রায় ৮০- ৯০টি ট্রলার মঙ্গলবার এই বিপুল ইলিশ নিয়ে ফেরে। এই পরিমাণ ইলিশ ওঠায় আগামী কয়েকদিন দাম নাগালের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।
অবশ্য ৪০০ – ৫০০ গ্রামের ইলিশের দাম কমলেও বড় ইলিশের দাম হাজারের নিচে নামবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার বিপুল ইলিশ বাজারে আসার খবর চাউর হতেই ব্যাগ হাতে দিঘার মাছ বাজারের দিকে ছুটেছেন সাধারণ মানুষ। পিছিয়ে ছিলেন না পর্যটকরাও।