Saturday, August 23, 2025

বাঙালির সাধ মেটাতে মঙ্গলবারই ফের দিঘা মোহনায় উঠল ১৫০ টন ইলিশ । প্রায় ৮০- ৯০টি ট্রলার মঙ্গলবার এই বিপুল ইলিশ নিয়ে ফেরে। এই পরিমাণ ইলিশ ওঠায় আগামী কয়েকদিন দাম নাগালের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।বর্ষার মরশুমে ইলিশ ছাড়া বাঙালির রসনাতৃপ্ত অপূর্ণ। ওদিকে করোনা সতর্কতায় লকডাউন চলছে পুরোদস্তুর। এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু ১৫ জুন থেকে ধীরে ধীরে ফের মৎস্যজীবীরা সমুদ্রে যেতে শুরু করেছেন। কিন্তু ঘটনা হল, সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছিল দিঘায় মোহন মৎস্য নিলাম কেন্দ্রটি। ফলে মাছ বিক্রির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। শেষপর্যন্ত সরকারি সিদ্ধান্তে ১ জুলাই থেকে খুলে যায় দিঘার মোহনা।দিঘা ফিশ অ্যান্ড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত দিঘা মোহনাতেও সেভাবে প্রচুর পরিমাণে ইলিশ উঠছিল না। ফলে দাম কিছুতেই নাগালের মধ্যে আসছিল না। কিন্তু এদিন ভোরে দিঘা উপকূলে ১৫০ টন ইলিশ ধরা পড়েছে। এই বিশাল পরিমাণ ইলিশের বেশ কিছুটা কলকাতার বাজারে আসছে বলে খবর। ফলে ইলিশের দাম ৪০০ টাকায় নেমে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
অবশ্য ৪০০ – ৫০০ গ্রামের ইলিশের দাম কমলেও বড় ইলিশের দাম হাজারের নিচে নামবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার বিপুল ইলিশ বাজারে আসার খবর চাউর হতেই ব্যাগ হাতে দিঘার মাছ বাজারের দিকে ছুটেছেন সাধারণ মানুষ। পিছিয়ে ছিলেন না পর্যটকরাও।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version