Saturday, August 23, 2025

সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় ক্রিকেটারদের নীরবতাকে কটাক্ষ মনোজের, বিদ্রুপ রিয়াকেও

Date:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বভাবিক মৃত্যুর ঘটনার পর পেরিয়ে গিয়েছে অনেকগুলি দিন। অনেকেই ভেবেছিল আর পাঁচটা ঘটনার মতো বিষয়টি ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, বলিউড রাজপুত্রের মৃত্যু নিয়ে এখনও তোলপাড় গোটা দেশ। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

শিল্পী-সাহিত্যিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সুশান্তের এই মৃত্যুর ঘটনা নিয়ে নিজেদের মতো করে মুখ খুলেছেন, ব্যাখ্যা করেছেন। অভিযোগ করেছেন। কিন্তু অদ্ভুতভাবে নীরব থেকেছেন টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্রিকেটারের। আর ঠিক সেই জায়গাতেই আপত্তি বাংলা রনজি দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তেওয়ারির। ভারতীয় ক্রিকেটারদের নীরবতা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন মনোজ।

সুশান্তের মৃত্যুর বিষয়টি তদন্ত সাপেক্ষ ও বিচারাধীন হলেও মনোজ মনে করেন, বিষয়টি নিয়ে যখন এত জলঘোলা, আলোচনা, বিতর্ক চলছে, তখন ক্রিকেটারদের এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল। বাংলার এই তারকা ক্রিকেটারের কথায়, “আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় দলের প্রত্যেকেরই কিছু না কিছু বলা উচিত। আমাদের সকলেই চেনে। পাবলিট ফিগার হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। ভারতীয় ক্রিকেটাররা আইকন। সমর্থকরাও তো আমাদের থেকে কিছু প্রত্যাশা করে। তারা আমাদের শুধু মাঠেই নয়, মাঠের বাইরের কোনও বড় ইস্যুতেও দেখতে চান। আমরা কী ভাবছি, জানতে চায়।”

এখানেই শেষ নয়। নিজের টুইট হ্যান্ডেলে মনোজ সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে বিদ্রুপ করেন। তিনি লেখেন, “কুঁড়ে মেয়েরাই টাকার প্রতি বেশি আকৃষ্ট হয়। যে মেয়েরা নিজেরা পরিশ্রম করে, বয়ফ্রন্ডের অর্থ তাদের কাছে বোনাস মাত্র। তাকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠার চেষ্টা করে না।” মনোজের এমন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version