সুশান্ত মামলায় সব পক্ষের লিখিত জবাব জমা পড়ল সুপ্রিম কোর্টে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত বিহার পুলিশের করার অধিকার নেই। শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন রিয়া চক্রবর্তী। এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে সুপ্রিম কোর্টে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী বৃহস্পতিবার লিখিত জবাব জমা দেন অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও বিহার সরকার।

নিজেদের জবাবে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে বিহার সরকার। উল্লেখ করা হয়েছে, কোয়ারেন্টাইনের নাম করে পাটনার এসপি বিনয় তিওয়ারিকে আটকে রাখা হয়েছে। এমনকী, বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়ার আর্জি জানানো হলেও তাও খারিজ করে দেওয়া হয়। আইনগত দিক থেকে এই মামলা তদন্ত করার অধিকার আছে বলে জানিয়েছে বিহার পুলিশ।

রিয়া তাঁর হলফনামায় উল্লেখ করেছেন, অবিলম্বে মামলার তদন্তভার মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হোক। এই মামলা বিহার পুলিশের এক্তিয়ার ভুক্ত নয় বলেই তাঁর মত। সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং এদিন বলেন, ” এই মামলার তদন্ত করছে সিবিআই। মুম্বাই পুলিশের উচিত তাদের সাহায্য করা।”

Previous articleপ্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সঙ্কটজনক তবে স্থিতিশীল, জানাল হাসপাতাল
Next articleকয়েক বছর আগেই চক্ষুদানের অঙ্গীকার করেছেন: বিশ্ব অঙ্গদান দিবসে জানালেন মমতা