Saturday, November 8, 2025

সরকারি নির্দেশিকা উড়িয়ে স্কুলে ক্লাস, শোকজ প্রধান শিক্ষককে

Date:

সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে ক্লাস করানোর জেরে প্রধান শিক্ষককে শোকজ করল স্কুল শিক্ষা দফতর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাটসরবেড়িয়া হাইস্কুলের। বুধবার ওই স্কুলের দশম শ্রেণীর ক্লাস হয়।

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্ধ থাকবে স্কুল কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ন পরিস্থিতির উন্নতি হলে তবেই সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবসের পর স্কুল খোলা যেতে পারে। এরই মধ্যে নিয়ম ভেঙে ক্লাস হলো স্কুলে। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্কুল শিক্ষা দফতর।

কেন সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুল খোলা হলো? এই বিষয়ে প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের সাফাই, “অভিভাবকরা স্কুল খোলার জন্য অনুরোধ করেছিলেন। তাই পরিচালন সমিতি স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস চালু করা হয়েছে।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে। ওদের স্বার্থেই স্কুল খোলা হয়েছে।

জানা গিয়েছে, ওই স্কুলে দশম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা ১৫০। তার মধ্যে এদিন উপস্থিত ছিল ৫২ জন। তিন ঘণ্টা ক্লাস নেওয়া হয়। দু’টি হলঘরে পড়ুয়াদের বসানো হয়েছিল বলে স্কুল সূত্রে খবর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে এদিন ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু যেখানে সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্কুল খোলা মারাত্মক অপরাধ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দার বলেন, ” ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলকে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version