Thursday, August 21, 2025

সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে ক্লাস করানোর জেরে প্রধান শিক্ষককে শোকজ করল স্কুল শিক্ষা দফতর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাটসরবেড়িয়া হাইস্কুলের। বুধবার ওই স্কুলের দশম শ্রেণীর ক্লাস হয়।

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্ধ থাকবে স্কুল কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ন পরিস্থিতির উন্নতি হলে তবেই সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবসের পর স্কুল খোলা যেতে পারে। এরই মধ্যে নিয়ম ভেঙে ক্লাস হলো স্কুলে। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্কুল শিক্ষা দফতর।

কেন সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুল খোলা হলো? এই বিষয়ে প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের সাফাই, “অভিভাবকরা স্কুল খোলার জন্য অনুরোধ করেছিলেন। তাই পরিচালন সমিতি স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস চালু করা হয়েছে।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে। ওদের স্বার্থেই স্কুল খোলা হয়েছে।

জানা গিয়েছে, ওই স্কুলে দশম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা ১৫০। তার মধ্যে এদিন উপস্থিত ছিল ৫২ জন। তিন ঘণ্টা ক্লাস নেওয়া হয়। দু’টি হলঘরে পড়ুয়াদের বসানো হয়েছিল বলে স্কুল সূত্রে খবর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে এদিন ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু যেখানে সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্কুল খোলা মারাত্মক অপরাধ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দার বলেন, ” ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলকে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version