Sunday, November 2, 2025

সোমেন-স্মরণ ২৬ আগস্ট ইন্ডোরে,শ্যামল- স্মরণ ১৮ই, দলের কলকাতা জেলা দফতরে

Date:

প্রয়াত সভাপতি সোমেন মিত্রের স্মরণ-সভার প্রস্তুতি নিচ্ছেন প্রদেশ কংগ্রেস৷ এই সভায় আমন্ত্রণ জানানো হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সহ সব দলকেই। এই স্মরণ-সভার জন্য আগামী ২৬ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চেয়ে রাজ্যের কাছে আবেদন জানায় কংগ্রেস। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাদের জানিয়েছেন, মেরামতির জন্য অনুশীলন কেন্দ্রে জিনিসপত্র রাখা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বদলে কংগ্রেস নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিলে কোনও অসুবিধা নেই। কংগ্রেস নেতৃত্ব
সেই মতোই প্রস্তুতি নিচ্ছে৷

অন্যদিকে সংক্রমণ আবহে প্রকাশ্যে নয়, কলকাতা জেলা সিপিএমের সদর দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনেই ছোট আকারে দলের নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণ-সভা করছে আলিমুদ্দিন৷ হাতে গোনা লোকজন নিয়ে সিপিএমের এই স্মরণ- সভায় কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হবে৷ সিপিএম সূত্রের খবর, শ্যামলবাবুর স্মরণ-সভার দিন ঠিক হয়েছে ১৮ আগস্ট। মৃত্যুর আগে যেহেতু শ্যামলবাবুর করোনা ধরা পড়েছিল, তাই কোভিড প্রোটোকল মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, অন্য কারও শ্রদ্ধা জানাতে যাওয়ার সুযোগ ছিল না। সিপিএমে
প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু বা সুভাষ চক্রবর্তীর মাপের নেতাদের স্মরণ-সভা বড় করে হওয়াই রেওয়াজ। কিন্তু পরিস্থিতির বিচারে প্রাক্তন মন্ত্রী ও সাংসদ এবং মৃত্যুকালে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলবাবুর ক্ষেত্রে তা করা যাচ্ছে না।
প্রদেশ কংগ্রেস অবশ্য সব দলকে আমন্ত্রণ জানিয়েই সোমেন- স্মরণ করতে চায়৷ সেই মতোই প্রস্তুতি চলছে৷

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version