কড়া নিয়মের বেড়াজালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, মোদিকে সাহায্যে মহিলা অফিসার

অতিমারি আবহে অত্যন্ত সতর্কতা এবং ন্যূনতম আড়ম্বরের মাধ্যমে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তবে এর মধ্যে চমক এবার পতাকা উত্তোলনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য করবে একজন মহিলা অফিসার। ইতিমধ্যেই তাঁর করোনা পরীক্ষা হয়েছে। রেজাল্ট নেগেটিভ আসার পরে তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়াও এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশকিছু নিয়ম-বিধি মানা হচ্ছে:

প্রধানমন্ত্রীর কাছাকাছি যেসব অফিসারেরা আসবেন তাঁদের করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এলে কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।

ভিভিআইপি তালিকায় রয়েছেন ১১০ জন।

সামাজিক দূরত্ব বিধি কঠোরভাবে মেনে হবে।

ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনা, দিল্লি পুলিশের আধিকারিক যাঁরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

এবারও রেড ফোর্ট থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অতিমারির ছায়া। সেখানে এবারের অনুষ্ঠানে অতিথি সংখ্যা কমিয়ে ৯০ করা হচ্ছে। যেখানে প্রতিবছর এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার অতিথি আমন্ত্রিত থাকেন।

প্রধানমন্ত্রী ছাড়া আমন্ত্রণ পাবেন প্রতিরক্ষা স্বরাষ্ট্র, বিদেশ এবং অর্থ মন্ত্রকের ক্যাবিনেট কমিটি সদস্যরা। উপস্থিত থাকবেন মন্ত্রিসভার কয়েকজন প্রবীণ মন্ত্রী ও। তবে মন্ত্রীদের তালিকা ১০ পেরবে না বলেই খবর।

এ বছর কোন ভিআইপির স্ত্রী বা স্বামী আমন্ত্রণ পাচ্ছেন না।

কোন স্বাধীনতা সংগ্রামী এবার উপস্থিত থাকতে পারবেন না

বিশিষ্ট অতিথিদের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ রাখা হচ্ছে না

থাকছে না খাবারের লাইভ কাউন্টার রাখা হচ্ছে না।

আড়াই ঘণ্টার অনুষ্ঠান কমিয়ে মাত্র এক ঘণ্টায় করা হবে।

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, অনুষ্ঠানের রীতি বজায় রাখতে যেটুকু না করলেই নয়, সেটুকু আয়োজন করা হচ্ছে।

Previous articleআন্তর্জাতিক যুব দিবসে 6 লাখ যুবযোদ্ধাকে কুর্নিশ অভিষেকের
Next articleএ রাজ্যের কোভিড যোদ্ধাদের মৃত্যু হলে বা কাজ করতে অক্ষম হয়ে পড়লে তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।